আড়ংয়ের নতুন বিক্রয়কেন্দ্রে এত ভিড় কেন

৭ মার্চ রাজধানীর ধানমন্ডি ২ নম্বর সড়কে নতুন বিক্রয়কেন্দ্র খুলেছে আড়ং। তারপর থেকে সেখানে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। যাঁরা এখনো নতুন বিক্রয়কেন্দ্রটিতে ঢুঁ মারতে পারেননি, তাঁরা ভেতর ও বাইরের দৃশ্য দেখে নিন ছবিতে ছবিতে।

১ / ২১
আড়ংয়ের নতুন বিক্রয়কেন্দ্রের ভবনটি রাজধানীর ধানমন্ডি ২ নম্বর সড়কে।
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ২১
আড়ং কর্তৃপক্ষের দাবি, ৬০ হাজার বর্গফুট জায়গায় আটতলা ভবনটি বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের বিক্রয়কেন্দ্র।
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ২১
ঈদুল ফিতর সামনে রেখে ৭ মার্চ শুক্রবার উদ্বোধনের দিন থেকেই ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাঁরা কেনাকাটার পাশাপাশি আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন বিক্রয়কেন্দ্রটি।
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ২১
ভবনের ভেতরে একপাশের দেয়ালের এই চিত্রশিল্পটি আদতে ‘মহারঙ্গ’ শীর্ষক নকশিকাঁথা। এর দৈর্ঘ্য ৪৪ ফুট। ২৫০ জন কারিগর প্রায় ছয় মাস সময় নিয়ে এই নকশিকাঁথা তৈরি করেছেন।
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ২১
সুই-সুতার নিপুণ কারুকাজের পাশাপাশি ব্যবহার করা হয়েছে পুরোনো কাপড়, অব্যবহৃত পুঁতি ও ফেলে দেওয়া অলংকারের টুকরা। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার নানা লোকগল্প ও সংস্কৃতির দৃশ্য। শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের সবচেয়ে বড় নকশিকাঁথা এটি, দাবি করছে আড়ং।
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ২১
বেজমেন্টে নামার সিঁড়ির মধ্যে জামভর্তি গাছগুলো আদতে প্লাস্টিকের। মৃৎশিল্পের দেয়াল দেখতে দেখতে নেমে গেলেই চোখে পড়বে নানা গৃহস্থালি পণ্য। প্রথম তলায় পাবেন আড়ং আর্থ ও ডেইরি পণ্য।
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ২১
দ্বিতীয় তলায় আছে নারীদের গয়না এবং গয়নার বাক্স। আছে জুতা আর ব্যাগও।
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ২১
ফ্রেম করা নকশিকাঁথার চিত্রকর্ম।
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ২১
দ্বিতীয় তলার ওপরের দেয়ালে ঝোলানো তামার শিল্পকর্মটির নাম ‘আলকেমি’।
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ২১
নারীদের পোশাকে সাজানো হয়েছে তৃতীয় তলা। একই তলায় পাবেন ‘তাগা উইমেন’ ও ‘হারস্টোরি’ সেগমেন্টের পোশাক।
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ২১
গয়নার বাক্সের সংগ্রহ।
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২১
চতুর্থ তলায় শিশুদের পোশাক, খেলনা, জুতা ইত্যাদির পাশাপাশি আছে বন থিমের একটা খেলার স্থান। সেখানে শিশুদের রেখে কেনাকাটা করতে পারবেন অভিভাবকেরা।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২১
ঘর সাজানোর নানা উপকরণ।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ২১
ছেলেদের পোশাক-আশাকের জন্য যেতে হবে পঞ্চম তলায়। পাঞ্জাবি, পায়জামা, কুর্তা, শার্ট, জুতা, মানিব্যাগ, বেল্ট—সবই পেয়ে যাবেন এই তলায়। ‘তাগা ম্যান’-এর পোশাক-আশাক চাইলে যেতে হবে ভবনটির ষষ্ঠ তলায়।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২১
কলাগাছের থিমে সাজসজ্জা।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ২১
আড়ংয়ের অন্য সব বিক্রয়কেন্দ্রের তুলনায় এখানে গাছপালা বেশি।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২১
ওপর থেকে নিচ পর্যন্ত—প্রতিটি কোণ সাজানো হয়েছে দেশি নকশায়।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২১
ঐতিহ্যবাহী নানা কারু, মৃৎ ও সূচিশিল্পে ভবনটি সাজিয়ে তুলতে সময় লেগেছে পাঁচ মাস।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২১
সপ্তম তলায় আছে ‘অরেঞ্জ প্যারট রেস্তোরাঁ’। অবশ্য এখনো তা চালু হয়নি। ভবনটিতে আছে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা।
ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২১
ছাদের কারুকাজও চোখজুড়ানো।
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২১
ঈদুল ফিতর সামনে রেখে ক্রেতাদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকছে বিক্রয়কেন্দ্রটি।
ছবি: সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন