কোন আবর্জনা কীভাবে ফেলবেন

ফ্ল্যাটের বারান্দা বা জানালা দিয়ে ময়লা ফেলা যাবে না
অলংকরণ: আরাফাত রহমান

আবর্জনা তো আবর্জনাই। ফেলেই তো দেওয়া হবে। মনে হতেই পারে, তা ফেলতেও আবার কায়দাকেতা? বাস্তবতা হলো সঠিক বর্জ্য ব্যবস্থাপনাও একটি নাগরিক দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা তো হয়ই, তবে নিজেদের দায়িত্বটুকু ভুলে যাওয়া যাবে না। চলুন বুঝে নিই, কোন বর্জ্য কোথায় ফেলব।

ধারালো বর্জ্য

ধারালো বর্জ্য অন্য সব বর্জ্যের সঙ্গে মিশিয়ে ফেলতে নেই। এতে স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যা হয় বেশি। অনেকের হাত–পা কেটে অসুস্থ হওয়ার খবরও পাওয়া যায়। ময়লা ঘেঁটে খাবার খুঁজতে আসা অসহায় পথপ্রাণীও কিন্তু মারাত্মক আঘাত পেতে পারে। বর্জ্যের ধরন অনুযায়ী বাড়ির বর্জ্য আলাদা আলাদা ভাগে ফেলার ব্যবস্থা আমাদের দেশে নেই। নিজেদের উদ্যোগেই বাড়িতে একটি মুখবন্ধ পাত্রে ধারালো ও খোঁচা লাগতে পারে, এমন বর্জ্য (কাচ, টিনের কৌটা বা কৌটার মুখ, স্ট্যাপলারের পিন, সেফটিপিন, ভাঙা চাকু প্রভৃতি) জমিয়ে একসঙ্গে করে নিয়ে একদিন ফেলতে পারেন। এ রকম ছোট ছোট জিনিস একটি প্লাস্টিকের বোতলে জমিয়ে রাখতে পারেন।

মানববর্জ্য ও পোষ্যের বর্জ্য

থুতু কিন্তু একধরনের মানববর্জ্য। কফ-থুতু অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলুন। ব্যবহৃত মাস্ক ও টিস্যু পেপারের বেলাতেও একই কথা প্রযোজ্য। অনেকেই বাসায় বিড়াল বা অন্য কোনো প্রাণী পোষেন। লিটার বক্স (প্রাণীর মলমূত্রত্যাগের স্থান) থেকে বর্জ্য তুলে বাথরুমে ফ্লাশ করতে গেলে এর সঙ্গে লেগে থাকা লিটার (বালু, কাঠের ছোবড়া প্রভৃতি দেওয়া থাকলে সেটিও) আটকে যেতে পারে। তাই এগুলো আলাদা একটি ব্যাগে ভালোভাবে মুখ বন্ধ করে বর্জ্যের পাত্রে
ফেলতে হবে।

কেশবিলাস

চিরুনিতে আটকে থাকা চুল চিরুনি থেকে সরিয়ে নেওয়ার পর এদিক-ওদিক ফেলবেন না। বরং এগুলো একটি প্যাকেটে জমিয়ে রেখে কিছুদিন পর ভালোভাবে মুখবন্ধ অবস্থায় ফেলুন। ফেলে দেওয়ার পর প্যাকেটটি কোনোভাবে ভিজে–ছিঁড়ে গিয়ে পরিবেশে যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখা উচিত। একটি ভালো প্লাস্টিকের প্যাকেট বেছে নিতে পারেন।

যত্রতত্র অন্যত্র?

কোনো কিছুই নির্দিষ্ট স্থান ছাড়া ফেলা উচিত নয়। রান্নাঘরের বর্জ্য তো নয়ই, এমনকি কাগজের টুকরাও নয়। আপনার সন্তানকেও ছোট থেকে এই সুশিক্ষা দিন। বহুতল ভবনের ওপরের দিকের তলা থেকে যিনি ময়লা ফেলছেন, তাঁর মনটাকেই কিন্তু উপস্থাপন করে এই ফেলে দেওয়া ময়লাটুকু। পলিথিন, প্লাস্টিকের বোতল প্রভৃতি এমন কোনো জায়গায় কখনোই ফেলা উচিত নয়, যেখানে এগুলো আটকে থেকে যাবে (অর্থাৎ মাটিতেও নয়, নর্দমাতেও নয়)।