জগন্নাথে ব্রাজিল-সমর্থকদের মিলনমেলা

ক্যাম্পাসে ব্রাজিল–সমর্থকদের র‍্যালি
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসগুলোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল উদ্‌যাপনের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল-সমর্থক শিক্ষার্থীরা মিলে যেমন বৃহস্পতিবার আয়োজন করলেন এক মিলনমেলা।

জানা গেছে, জগন্নাথের ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ব্রাজিলের সমর্থক, তাঁরা আগে থেকেই ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপে এক হয়েছেন। বিশ্বকাপ নিয়ে গ্রুপে চলছে নানা আলোচনা। বেশ কয়েক দিন ধরেই একটি মিলনমেলা করার পরিকল্পনা করছিলেন তাঁরা। দীর্ঘ দুই সপ্তাহ ধরে নাম নিবন্ধন, জার্সির রং-সাইজ-যোগাযোগের নম্বর সংগ্রহ করা ইত্যাদি কার্যক্রম শেষে অবশেষে সফল হয়েছে মিলনমেলার আয়োজন।

মিলনমেলা উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ঝোলানো হয় ব্রাজিলের পতাকা। চোখে পড়ার মতো স্থানগুলোতে খেলোয়াড়দের ফেস্টুনও লাগিয়ে দেন সমর্থকেরা। প্রিয় দলের খেলোয়াড়দের ছবির পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আগেই এক হয়েছেন এই সমর্থকেরা
ছবি: সংগৃহীত

ক্লাস-পরীক্ষা শেষে দুপুরে ব্রাজিলের সমর্থকেরা জার্সি পরে আনন্দ শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সবাই মিলে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন। ছিল মধ্যাহ্ন ভোজেরও আয়োজন।

অনুষ্ঠানের সমন্বয়ক নবাব হোসেন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করব।’

ক্যাম্পাসে শুরু হয়ে গেছে বিশ্বকাপ উদ্‌যাপনের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ব্রাজিল-সমর্থক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সবুজ বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল-সমর্থকদের মিলনমেলা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা-সমর্থকেরাও মিলনমেলাসহ নানা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগেই ক্যাম্পাসে হয়তো তাঁদেরও কোনো না কোনো কার্যক্রম চোখে পড়বে।

প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বকাপ উপলক্ষে আপনার ক্যাম্পাসে কী চলছে? খেলা দেখা নিয়ে আপনাদের কী আয়োজন? ছবিসহ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়: [email protected]। লেখার সঙ্গে অবশ্যই আপনার পুরো নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।