বোনের বিয়েতে সাদামাটা সাই পল্লবী

বোনের বিয়ের তিন মাস পর ইনস্টাগ্রামে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি ভাগ করে নিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ২০২৪ সালের সেপ্টেম্বরে বোনের বিয়েতে সাইয়ের নাচ ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়েতে বোন পূজা কন্নন ও সাই পল্লবীর সাজপোশাক দেখুন ছবিতে।

১ / ১৩
২০২৪ সালের সেপ্টেম্বরে একরাশ শুভ্রতায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দক্ষিণ ভারতীয় তারকা সাই পল্লবীর একমাত্র ছোট বোন পূজা কন্নন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
৩ মাস আগে অনুষ্ঠিত বোনের বিয়েতে নিজের সাজপোশাকের ছবি সম্প্রতি পোস্ট করে ৩২ বছর বয়সী সাই পল্লবী লিখেছেন, ‘বাড়ির “মোস্ট এলিজিবল ব্যাচেলর” আর একমাত্র অবিবাহিত কনেকে দেখে নিন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
২৭ বছর বয়সী পূজাও তামিল সিনেমার অভিনেত্রী। বিয়ের আগে বর ভিনেথ শিভাকুমারের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কে ছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ঐতিহ্যবাহী বডগা রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
বিয়েতে কনের পরনে ছিল সাদা ছিলছাম শাড়ি। ঐতিহ্যবাহী আর মিনিমালিস্টিক সাজপোশাকে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
সাইয়ের পরনেও এদিন দেখা যায় একরঙা সাদা শাড়ি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
ঐতিহ্য ও রীতি মেনে প্রি-ওয়েডিংয়ের আয়োজনে সাই ও পূজা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
হলুদে সাইয়ের পরনে ছিল সাদা-হলুদ ছিমছাম পোশাক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
ছোট বোনের বিয়েতে নেচে, গেয়ে, হাসি, কান্নায়, আশীর্বাদে—সর্বত্রই ছিলেন সাই পল্লবী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
প্রি-ওয়েডিংয়ের আয়োজনে সাই ও পূজা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
এসব ছবির নিচে অনেকেই জানতে চাইছেন, সাই পল্লবী কবে বিয়ে করবেন?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
সাই পল্লবী ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য। প্রায় এক দশকের ক্যারিয়ারে কারও সঙ্গে প্রেম করছেন, এমন কোনো প্রমাণ মেলেনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
শোনা যাচ্ছে, সাই প্রেম করছেন কোনো এক বিবাহিত তামিল অভিনেতার সঙ্গে, যিনি দুই সন্তানের বাবা। সাইয়ের ভক্তরা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সাই কোনো মন্তব্য করেননি। পরিচালক এ এল বিজয়ের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: এনডিটিভি