আপনিও কি পরিচিত মানুষের নাম ভুলে যান? এই কৌশলগুলো প্রয়োগ করুন

সেই ছোট্টবেলা থেকে কত মানুষের সঙ্গেই না পরিচয় হয় আমাদের। কারও সঙ্গে গড়ে ওঠে অন্তরঙ্গতা, কারও সঙ্গে আবার সামাজিকতার সম্পর্ক। যাঁদের সঙ্গে অন্তরঙ্গতা নেই, হুট করে তাঁদের কারও সঙ্গে দেখা হলে নাম মনে করতে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই যে আপনি তাঁর নাম মনে করতে পারছেন না, এই বিষয়টার জন্য ভীষণ অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এ রকম পরিস্থিতি সামলানোর কিছু কৌশলও রয়েছে।

মুঠোফোনে নিয়ে নিন তাঁর ফোন নম্বর

নাম মনে না পড়ার অস্বস্তিকর ওই মুহূর্তে আপনি তাঁকে বলতে পারেন, আপনার মুঠোফোনে কিছু সমস্যা হওয়ায় সেটি সারাতে দিতে হয়েছিল। সেই সময় মুঠোফোনের নম্বরের তালিকাটি মুছে গেছে। এভাবে তাঁর নম্বরটি চাওয়ার সুযোগ তৈরি হলো। এ ক্ষেত্রে দুটি ব্যাপার ঘটতে পারে। প্রথমত, যদি তাঁর নম্বরটি আপনার মুঠোফোনে আগেই সংরক্ষিত থাকে, তাহলে এবার নম্বরটি তুললে তাঁর নামটি মুঠোফোনের পর্দায় চলে আসবে। দ্বিতীয়ত, নম্বরটি আপনার মুঠোফোনে আগে থেকে সংরক্ষিত না থাকলে আপনি এবার নম্বরটি সংরক্ষণ করার সময় তাঁর নামের বানান জিজ্ঞাসা করে নিতে পারেন এভাবে, ‘তোমার নামের বানানটা যেন কীভাবে লেখো?’

সামাজিক যোগাযোগমাধ্যমেও যোগ করতে পারেন

সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন, তাঁর আইডি কী নামে আছে। এভাবে আপনি তাঁর নাম জেনে নিতে পারেন। আগে থেকেই আপনার সঙ্গে সংযুক্ত থেকে থাকলে আপনাকে সেই বিষয়টাও বলতে পারেন তিনি, এ ক্ষেত্রেও অবশ্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে, ‘আইডিটা কী নামে যেন?’

নাম্বার সংরক্ষন করার সময় জিজ্ঞেস করতে পারেন তোমার নামের বানানটা যেন কীভাবে লেখো
ছবি: পেক্সেলস

অন্য কারও সাহায্য নিতে পারেন

আশপাশে আপনার চেনাজানা কেউ থাকলে তাঁর সাহায্য নিতে পারেন। আপনার চেনাজানা ব্যক্তিকে ডেকে এভাবে বলতে পারেন, ‘আরে দেখো, কার সঙ্গে দেখা হয়ে গেল!’ এ ক্ষেত্রেও পরিস্থিতি দুই রকম হতে পারে। প্রথমত, আপনার চেনাজানা ব্যক্তিটি ওই ব্যক্তিকে আগে থেকেই চিনতে পারেন। সে ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, আপনার কথা শুনে তিনি এগিয়ে আসবেন এবং ওই ব্যক্তির নাম উচ্চারণ করে তাঁর সঙ্গে কথা বলবেন। দ্বিতীয়ত, আপনার চেনাজানা ব্যক্তিটি ওই ব্যক্তিকে না-ও চিনতে পারেন। সে ক্ষেত্রে আপনি বলতে পারেন, ‘তোমরা পরিচিত হও, আমার একটা ফোনকল সারতে হবে।’ আপনি মুঠোফোনে কারও নম্বর বের করার ছলে একপাশে সরে যেতে যেতে তাঁদের কথোপকথনটা শুনতে পারেন। সম্ভাবনা রয়েছে, সেখান থেকেই আপনি জেনে নিতে পারবেন ভুলে যাওয়া সেই নাম।

উৎসব আয়োজন বা এ ধরনের কোনো জায়গায় আপনি একদিকে সরে গিয়ে আপনার পরিচিত অন্য কারও কাছ থেকে তাঁর নামটা জেনে নিতে পারেন, যদি তাঁর ওই ব্যক্তিকে চেনার সম্ভাবনা থাকে। তবে এমন কারও কাছে অন্যের নাম জানতে চাইবেন না, যিনি পরে ওই ব্যক্তির কাছে আপনার এই নাম ভুলে যাওয়ার ঘটনাটি ফাঁস করে দিতে পারেন।

ভিজিটিং কার্ড চাইতে পারেন

যাঁর নাম ভুলে গেছেন, তাঁর ভিজিটিং কার্ড চাইতে পারেন। তবে তিনি যদি কখনোই চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে ভিজিটিং কার্ড চাওয়ার পর কিন্তু তিনি ধরেই নিতে পারেন যে আপনি তাঁকে চিনতেই পারেননি। তাই ভিজিটিং কার্ড চাইতে হবে বুঝেশুনে।

যাঁর নাম ভুলে গেছেন, তাঁর ভিজিটিং কার্ড চাইতে পারেন
ছবি: পেক্সেলস

ক্ষমাপ্রার্থনা করে নাম জিজ্ঞাসা করে নিন

এত সব কৌশলের কোনোটিই কাজে লাগানো না গেলে ক্ষমাপ্রার্থনাপূর্বক বলুন, আপনি ওই মুহূর্তে তাঁর নামটা মনে করতে পারছেন না। তবে এ কথা বলতে হবে আলাপ বেশি দূর গড়ানোর আগেই। অনেকক্ষণ পরে যদি তিনি বুঝতে পারেন, আপনি তাঁর নাম ভুলে গেছেন, তাতে পরিস্থিতি আরও খারাপ হয়।

খেয়াল রাখুন

নামের সঙ্গে সঙ্গে আপনি যদি এটাও ভুলে গিয়ে থাকেন যে ওই ব্যক্তির সঙ্গে আসলে আপনার কী ধরনের সম্পর্ক ছিল বা কোথায় আপনাদের দেখা হয়েছিল, সে ক্ষেত্রে ওপরের অনেক কৌশলই খাটবে না। উপরন্তু সম্বোধন নিয়েও মুশকিলে পড়বেন। এ ক্ষেত্রে ভাববাচ্যে আলাপ শুরু করতে পারেন। কারণ, যাঁকে আগে একভাবে সম্বোধন করেছেন, হুট করে অন্যভাবে সম্বোধন করে বসলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ‘আপনি, তুমি, তুই’—এর ঝামেলা এড়াতে ‘সব ভালো?’ এ রকম একটা প্রশ্ন করে ওপরের কৌশলগুলোর কোনো একটিকে কাজে লাগাতে চেষ্টা করতে পারেন। তবে ওই ব্যক্তির ব্যাপারে কিছুই মনে না পড়লে শুরুতেই ক্ষমাপ্রার্থনা করে নাম-পরিচয় জেনে নেওয়া ভালো।

ওই ব্যক্তির ব্যাপারে কিছুই মনে না পড়লে শুরুতেই ক্ষমাপ্রার্থনা করে নাম-পরিচয় জেনে নেওয়া ভালো
ছবি: পেক্সেলস

ভবিষ্যতে যে কারও নাম মনে রাখার বিষয়ে মনোযোগী হোন। কারও সঙ্গে পরিচিত হলে তাঁর নামটা নিজেও উচ্চারণ করুন, নাম উল্লেখ করে সম্বোধনও করতে পারেন। নামের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় বা নামটির সঙ্গে মিল রয়েছে, এমন কিছুর কথা মনে করুন। ওই ব্যক্তির একই নামের অন্য মানুষের নামও মনে আনতে পারেন।

সূত্র: রিডারস ডাইজেস্ট, সিএনবিসি, লাইফহ্যাকার