ল্যাকমের তৃতীয় দিনে মঞ্চে বিচের পোশাক

গরমের ছুটির পোশাক, বিচের বাহারি পোশাক ছিল শুক্রবারের আয়োজনে

শুক্রবার এক রঙিন আয়োজন দিয়ে শুরু হয়েছিল ল্যাকমের সকাল। পোশাকের বর্ণিল রং ছাপিয়ে সেই আয়োজনকে আরও রঙিন করেছিল বলিউড তারকাদের উপস্থিতি। ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলমান পাঁচ দিনের এ ফ্যাশন উৎসবের তৃতীয় দিন ছিল শুক্রবার। ডিজাইনার ঈশা-আমিন, রেবি জিন্দাল আর আবির এন নানকির রঙিন প্রদর্শনী দিয়ে শুরু হয় এদিনের আয়োজন। গরমের ছুটির পোশাক, বিচের বাহারি পোশাক ছিল এই তিন ডিজাইনারের আয়োজনে। ডিজাইনার ঈশা-আমিন জর্জেটের রংবেরঙের পোশাক তাঁর প্রদর্শনে রেখেছিলেন। তাঁর সংগ্রহে ছিল গ্যালেন্স স্কার্ট, লং স্কার্ট, ওয়ান পিস, লং স্কার্ট, লং ফ্রক, অফ শোল্ডার গাউন আর হালকা বাহারি জ্যাকেট। ঈশা-আমিনের নকশা করা পোশাক গায়ে মঞ্চে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

বিচের পোশাকে মডেলদের সঙ্গে অভিনেত্রী চিত্রাঙ্গদা
ছবি: এফডিসিআই–এর ফেসবুক থেকে

সকালে বিচ ব্রাইডাল রূপে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রেবি জিন্দালের শোর মূল আকর্ষণই ছিলেন রিয়া। রেবির ‘গুয়াপা’র কালেকশনে ছিল বিচ ওয়ারের রঙিন সম্ভার। ওয়ান শোল্ডার গাউন, বাহারি বিকিনি, স্লিট স্কার্ট, শর্ট প্যান্ট, রঙিন শার্ট, বিকিনি উইথ লং জ্যাকেট, অফশোল্ডার টপ-লং স্কার্টসহ আরও নানান বিচ ওয়ার ছিল তাঁর প্রদর্শনে।

বিচ ব্রাইডাল লুকে মঞ্চে আসেন অভিনেত্রী রিয়া
ছবি: এফডিসিআই–এর ফেসবুক থেকে

ফ্লোরাল প্রিন্ট, সিকোয়েন্স, গ্লিটারের কারুকাজ ধরা পড়েছিল এই ডিজাইনারের কালেকশনে। এ আয়োজনে বাহারি টুপিও রেখেছিলেন রেবি জিন্দাল। পুরুষের জন্যও বিচ পোশাকের সংগ্রহ দেখান তিনি। পুরুষ মডেলরা রংবাহারি লুঙ্গি-শার্ট, শর্ট প্যান্ট-শার্টসহ আরও নানান পোশাক পরে র‍্যাম্পে হেঁটেছিলেন।

ডিজাইনার আবির এন নানকি তাঁর সামার কালেকশনে রেখেছিলেন বিচ শাড়ির বৈচিত্র্য। তাঁর পোশাকে রাজস্থানের প্রকৃতির নানান উপাদান ধরা পড়েছিল। নানকির পোশাক গায়ে র‍্যাম্পে ঝড় তুলেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার মালাইকা অরোরা। মালাইকার পরনে ছিল বেগুনি রঙের লং স্কার্ট, অফ শোল্ডার বিকিনি কাট টপ, সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট।

মালাইকার পরনে ডিজাইনার আবির এন নানকি তাঁর সামার কালেকশন
ছবি: এফডিসিআই–এর ফেসবুক থেকে

দুপুরে ডিজাইনার অভিষেক শর্মার কালেকশনে ভারী সিকোয়েন্স আর জারদৌসি কাজের বাহার দেখা যায়। মেয়েদের জন্য শাড়ি, শর্ট ফ্রক, গাউন, আর ছেলেদের জন্য পাঞ্জাবি-পাজামার বৈচিত্র্য ছিল এ প্রদর্শনে। অভিষেকের শোস্টপার ছিলেন কল্কি কোয়েচলিন। ভারী কাজের সোনালি স্লিট গাউন পরেছিলেন এই বলিউড অভিনেত্রী।

অভিষেক শর্মার নকশা করা ক্যাজুয়াল পোশাকে এক মডেল
ছবি: এফডিসিআই–এর ফেসবুক থেকে

ডিজাইনার প্রীতি জৈন নৈনুটিয়ার কালেকশনে ছুটির মেজাজ ধরা পড়েছিল। ছেলেদের জন্য তাঁর সম্ভারে ছিল শর্ট প্যান্ট, হুডি জ্যাকেট, ফুলপ্যান্ট, কোটসহ আরও হালকা আর চলতি ধারার পোশাক। আর মেয়েদের জন্য প্রীতি নিয়ে এসেছিলেন ওয়ান শোল্ডার গাউন, বিকিনি কাট টপ, প্যান্ট-কোট, ওয়ান শোল্ডার টপ সঙ্গে খাটো স্কার্ট, লং জ্যাকেট, খাটো ফ্রক, ব্যাকলেস জাম্প স্যুট। প্রীতি তাঁর ক্যানভাসে কচি কলাপাতা, হালকা বেগুনি, হালকা হলুদ, লেমন গ্রিন, নিওনসহ আরও হালকা রঙের আঁচড় কেটেছেন। তাঁর ডিজাইন করা পোশাক পরে র‍্যাম্পে রিসর্ট লুকে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেতা বিজয় ভর্মা।

ল্যাকমের তৃতীয় দিনে এরপর আরও অনেক চমক দেখান ডিজাইনার অক্ষত বানসাল, সাক্ষা-কিন্নি, গৌরী-নয়নিকা। তবে শেষ রাতে বড়সড় চমক আসে ডিজাইনার অমিত আগরওয়ালের সংগ্রহ থেকে।

ডিজাইনার অমিত আগরওয়ালের সংগ্রহ
ছবি: এফডিসিআই–এর ফেসবুক থেকে