চলতি বছরের এপ্রিলে এমন একটি প্রতিবেদন বিজ্ঞাপনী সংস্থা সান কমিউনিকেশন্স লিমিটেডের চোখে পড়ে। কৈখালীর কিশোরীদের এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে তারা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘সেনোরা’কে সঙ্গে নিয়ে শুরু করে ‘মেয়ে, তোমার স্বস্তির জন্য’ শিরোনামে একটি ক্যাম্পেইন। প্রাথমিকভাবে কৈখালী এলাকার ৬টি স্থানে ১২টি পানির ট্যাংক বসায় তারা। ছাঁকন প্রক্রিয়া শেষে সেখানে জমা হয় বৃষ্টির পানি। পিরিয়ডের সময় সেই পানি ব্যবহার করে মেয়েরা। জুলাই মাসে শুরু হওয়া ওই ক্যাম্পেইনের আওতায় স্থানীয় প্রায় ৩০০ নারীকে তালিকাভুক্ত করে সেনোরা। প্রাথমিকভাবে তিন মাস তাঁদের স্যানিটারি ন্যাপকিন ফ্রি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পরিচালক ও হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘আমাদের এই উদ্যোগের এখানেই শেষ নয়, ভবিষ্যতেও আমরা এই মেয়েদের পাশে থাকব।’

যেকোনো প্রয়োজনে কল করার জন্য টোল ফ্রি একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। উঠান বৈঠকে এলাকার নারীদের এ বিষয়ে সচেতন করা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে প্যাড বিতরণের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য দুজন নারী প্রতিনিধিও ঠিক করে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের ডাকা হয় ‘নোরা আপা’। এমনই একজন ‘নোরা আপা’ হলেন ফারজানা পারভীন। স্থানীয় একটি কলেজে স্নাতক করছেন তিনি। তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে ফারজানা পারভীন বলেন, ‘ট্যাংকের পানি খুবই উপকারে লাগছে। এই দুই মাসে অনেকেরই পিল খাওয়া বন্ধ হয়েছে। কাপড়ও ব্যবহার করেন না।’ আরেক ‘নোরা আপা’ গৃহবধূ খাদিজা সুলতানা বলেন, ‘জুলাই মাসের প্যাড তো ওরাই দিয়ে গেছিল। আগস্ট মাসে আমার কাছে পাঠায়ে দিছে। আমি ১২০টা প্যাড দিছি। অনেক ভালো হইছে। কিন্তু তিন মাস পর কী হবে বুঝতে পারছি না।’

তিন মাস পর কী হবে, এই প্রশ্ন আমরা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ এডওয়ার্ড প্রকাশ বালাকে করি। তিনি বলেন, ‘আমরা এই উদ্যোগকে চালিয়ে নিয়ে যেতে চাই। কীভাবে পুরো ব্যাপারটি টেকসই করা যায়, সেটি নিয়েই আলোচনা চলছে। চাইলে অন্যরাও আমাদের এই উদ্যোগের সঙ্গে যোগ দিতে পারেন।’