চুয়েটে চাকরি মেলা

সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সিভি সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলো
ছবি: সাঈদ চৌধুরী

চার বছর পর আবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো ‘চাকরি মেলা’। চুয়েট ক্যারিয়ার ক্লাব এ উৎসবের আয়োজক।

৩ জুন মেলা উপলক্ষে চুয়েটের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তিনতলায় ১৪টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টল দিয়ে সিভি সংগ্রহ করে। সশরীর এসে সিভি জমা দিয়েছেন ছয় শতাধিকের বেশি শিক্ষার্থী। এ ছাড়া অনলাইনেও দুই শতাধিকের বেশি সিভি জমা পড়ে। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সিভি সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে দেড় শতাধিকের বেশি শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়েছে হুয়াওয়ে। নির্বাচিতদের পরের ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকবে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে ছাড়াও মেলায় অংশ নেয় বিএসআরএম, প্রাণ, কেএসআরএম, একেএস, জিপিএইচ ইস্পাতসহ বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠান। দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৩’ উৎসবের অংশ হিসেবে চুয়েটে এই চাকরি মেলা অনুষ্ঠিত হলো। প্রথম দিন অর্থাৎ ২ জুন সকাল নয়টায় চাকরির সাক্ষাৎকারবিষয়ক সেমিনার দিয়ে সূচনা হয় উৎসবের। এরপর রেড ডট ডিজিটাল লিমিটেডের সেশন পর্ব ছাড়াও ছিল ‘উচ্চশিক্ষা’ ও ‘রোড টু বিসিএস’ শীর্ষক দুটি সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক মো. তৌহিদুর রহমান এবং যশোর জেলা পরিষদের সহকারী কমিশনার ও চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সৌম্য চৌধুরী।

চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে দেড় শতাধিকের বেশি শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়েছে হুয়াওয়ে
ছবি: সাঈদ চৌধুরী

গতকাল শনিবার ‘ক্যারিয়ার টক’ শিরোনামে একটি সেমিনারের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়। এতে মূল বক্তা ছিলেন অন্যরকম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহমুদুল হাসান।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘শেষ বর্ষের শিক্ষার্থীদের চাকরির সুযোগ ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের কথা শুনবে। ক্যাম্পাসেই সরাসরি চাকরির সুযোগ পাবে। আশা করি, ভবিষ্যতেও ক্যারিয়ার ক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।’

আরও পড়ুন
আরও পড়ুন