পশুপাখির এই ছবিগুলো দেখে হাসি আটকে রাখতে পারবেন না

প্রাণী-পাখির স্বাভাবিক ক্রীড়াকর্মই ক্যামেরায় ধরা পড়েছে। তবে ছবিগুলো দেখলে হাসি আটকে রাখা দায়! এসব আলোকচিত্র নিয়েই বৈশ্বিক প্রতিযোগিতা ‘দ্য কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’। এবার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ৪১টি আলোকচিত্র। এখন দর্শক ভোটে বেছে নেওয়া হবে সেরা ছবিটি। এখানে দেখুন ১২টি ছবি।

১ / ১০
ভাবসাবে যেন ফুলবাবু
ছবি: ডেলফিন চাসিমির
২ / ১০
পায়রাটা কি বৃষ্টির গান গাইছে?
ছবি: কেট স্টেভেনসন
৩ / ১০
অপ্রত্যাশিত ডুব!
ছবি: ভিট্টোরিও রিচি
৪ / ১০
ঘোড়াদের ট্যাঙ্গো নৃত্য
ছবি: ড্যানিয়েল সুলিভান
৫ / ১০
গান আমি গেয়ে যাব এই আসরে...
ছবি: জেসন মোর
৬ / ১০
এ কোন নতুন সাদা!
ছবি: হেনরি কেপিন
৭ / ১০
সুখী কচ্ছপ
ছবি: জাহি ফিঙ্কেলস্টাইন
৮ / ১০
কেমন সেলফি!
ছবি: জারোস্লাও কোলাজ
৯ / ১০
একতাই বল!
ছবি: দারিও পদেস্তা
১০ / ১০
ট্রাফিক!
ছবি: প্রতীক মণ্ডল