স্বামী বিদেশ থেকে আসতেও চান না, আবার তালাকও দিতে চান না

পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

মিতি সানজানা

প্রশ্ন: আমার এক বোনের স্বামী পাঁচ বছর ধরে বিদেশে থাকেন। স্বামী বিদেশ থেকে আসতেও চান না, আবার তালাকও দিতে চান না। আমার বোনটি খুব অসহায় হয়ে পড়েছে। তাকে আমরা দ্বিতীয় বিবাহ দিতে চাই, কিন্তু তালাক না দেওয়ার কারণে দিতে পারছি না। এখন আমরা কী করতে পারি? বিপক্ষ হয়ে আমরা যদি তালাকনামা দিই, তাহলে কি ৯০ দিন পর তালাক কার্যকর হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তালাক-ই-তৌফিজের মাধ্যমে স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রী। ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কাজির মাধ্যমে তালাক দিতে হবে এবং তালাকের নোটিশ স্ত্রী কর্তৃক স্বামীকে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনকে পাঠাতে হবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১–এর ধারা ৭ অনুযায়ী স্ত্রী তাঁর স্বামীকে তালাক দিতে চাইলে তালাক উচ্চারণ করার পর যত দ্রুত সম্ভব স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যানকে লিখিত নোটিশের মাধ্যমে জানাতে হবে, স্বামীকেও একটি কপি পাঠাতে হবে।

আপনার বোনের স্বামী যেহেতু বিদেশে অবস্থান করছেন, তাই তাঁর বাংলাদেশের ঠিকানায় তালাকের নোটিশের একটি কপি পাঠালেই হবে। আইনের বিধান অনুযায়ী, তালাক প্রত্যাহার না করা হলে চেয়ারম্যানের কাছে প্রেরিত নোটিশের তারিখ থেকে ৯০ দিন অতিবাহিত হওয়ার পর ওই তালাক কার্যকর হবে। নোটিশপ্রাপ্তির ৩০ দিনের ভেতর চেয়ারম্যান দুই পক্ষের পুনর্মিলনের উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ পুনর্মিলন ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার বোন যদি মনে করেন, তাঁর স্বামীর সঙ্গে যে ভুল–বোঝাবুঝি হয়েছে, তা উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, তাহলে ৯০ দিন অতিবাহিত হওয়ার আগেই তালাকের নোটিশ প্রত্যাহার করতে হবে।

একটি কথা বলে রাখা ভালো, তালাক কার্যকর না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আপনার বোন দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর

পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ডাক ঠিকানা প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA