সোনা, রুপা, হীরার অলংকার ঘরে বসে খুব সহজেই ঝলমলে করবেন যেভাবে

চকচক করলেই নাকি সোনা হয় না। ঠিকই, সোনা ছাড়া কত কিছুই তো চকচক করে। রুপা বা মেটাল থেকে শুরু করে সোনা, হীরা, মুক্তা, রুবি, চুনি, পান্না, ক্রিস্টালের পাথরগুলো দিয়ে বানানো গয়না—কে না চায় চকচক করুক। বহু ব্যবহারে বা বহুদিন ফেলে রাখাতে জীর্ণ হয়ে যেতে পারে আপনার অলংকার। ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনতে পারেন চকচকে ভাব। ঠিক যেন নতুনের মতো। কীভাবে? জেনে নিন এক ডজন উপায়

কে না চায় চকচক করুক তার গয়নাগুলোছবি: ইনস্টাগ্রাম থেকে

১. টমেটো কেচাপ

আপনার রুপার গয়নাগুলো টমোটো কেচাপে ফেলে দিন। ৫ মিনিট রেখে দিন। এরপর পুরোনো টুথব্রাশ দিয়ে হালকা ঘষে ময়লা তুলে ফেলুন। পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। মুছে শুকাতে দিন। বিয়ের দাওয়াতের আপনার শোভা বাড়াতে প্রস্তুত গয়নাগুলো!

২. অ্যালকা–সেল্টজার

আপনার বাড়িতে নিশ্চয়ই অ্যালকা–সেল্টজার বা এ জাতীয় ওষুধ আছে? খাওয়াদাওয়া একটু বেশি হলেই আমরা খেয়ে নিই একটা অ্যালকা সেল্টজার বা এই গ্রুপের অন্য কোনো ওষুধ। অ্যাসিডিটির কারণে পেটব্যথা, পেট খারাপ বা বদহজমের জন্য সাধারণত খাওয়া হয় এসব ওষুধ। এতে আছে সোডিয়াম বাইকার্বোনেট, অ্যাসপিরিন ও অ্যানহাইড্রাস সাইট্রিক অ্যাসিড। একটা পাত্রে পানি নিন। এর মধ্যে একটি অ্যালকা–সেল্টজার দিন। ওষুধটি পানির সঙ্গে মেশার সময় দিন। ওই পাত্রে আপনার গয়নাগুলো ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর গয়নাগুলো তুলে ফেলুন। দেখুন, কেমন চকচক করছে!

টুথপেস্ট
ছবি: পেক্সেলস

৩. টুথপেস্ট

বিশেষ করে হীরা উজ্জ্বলতা হারালে তা টুথপেস্ট দিয়ে পুরোনো টুথব্রাশ পানিতে ভিজিয়ে সেটা দিয়ে ধীরে ধীরে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

৪. ভিনেগার

রুপার গয়নার জন্য এটি বেশি কার্যকর। আধা কাপ সাদা ভিনেগারে ২ টেবিলচামচ বেকিং সোডা মেশান। এই মিশ্রণে দুই ঘণ্টা আপনার রুপার গয়নাগুলো ভিজিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে মুছে দেখুন। হয়ে যাবে একদম নতুনের মতো।

আরও পড়ুন

৫. অ্যালুমিনিয়াম ফয়েল

খাবার টাটকা রাখার জন্য ফয়েল পেপারে মুড়িয়ে রাখা হয়। এ ছাড়া অ্যালুমিনিয়াম ফয়েলের আছে আরও নানান ব্যবহার। একটা কাপে বা মগের ভেতরের দিকে প্রথমে ফয়েল পেপার নিন। এর ভেতর খানিকটা গরম পানি ঢালুন। সেখানে কিছুটা কাপড়কাচার সোডা যোগ করুন। এরপর আপনার গয়নাগুলো সেই পানিতে মাত্র ১ মিনিট রেখে উঠিয়ে দেখুন। রুপার গয়নার জন্য সবচেয়ে ভালো কাজ করে এই পদ্ধতি।

৬. অ্যামোনিয়া

এক কাপ উষ্ণ গরম পানিতে আধা কাপ অ্যামোনিয়া মিশিয়ে সোনা আর রুপার গয়নাগুলো ১০ মিনিট চুবিয়ে রাখুন। ১০ মিনিট পর পরিষ্কার নরম কাপড় দিয়ে গয়নাগুলো মুছে শুকাতে দিন। তবে এই মিশ্রণে মুক্তার গয়না দিলে সেটার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বেকিং সোডা
ছবি: পেক্সেলস

৭. বেকিং সোডা

দুই টেবিলচামচ পানিতে এক কাপের এক–চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করুন। এবার আস্তে আস্তে সেই পেস্ট দিয়ে আপনার গয়না পরিষ্কার করুন, পরিষ্কার পানিতে ধুয়ে শুকাতে দিন। তবে এই উপায় মুক্তা বা জেমস্টোনের জন্য প্রযোজ্য নয়।

৮. সোডা–পানি

হীরা, রুবি, চুনি, পান্না থেকে শুরু করে যত দামী পাথর আছে, সেসব সোডা পানিতে ডুবিয়ে রেখে নতুন চকচকে ভাবটা পুনরুদ্ধার করতে পারেন।

আরও পড়ুন

৯. ডেঞ্চার ট্যাবলেট

আপনার বিয়ের হীরার গয়না, নাকফুল কি উজ্জ্বলতা হারিয়েছে? এক কাপ পানিতে একটি ডেঞ্চার ট্যাবলেট ছেড়ে দিন। আপনার অংটি, কানের দুল, নাকফুল সেই তরলে ছেড়ে দিন। ২/৩ মিনিট অপেক্ষা করুন। এবার তুলে ফেলুন। দেখুন, একদম নতুনের মতো।

১০. গ্লাস ক্লিনার

মেটালের জুয়েলারি, জেমস্টোন, হীরা, রুবি অথবা যেকোনো দামী পাথর পরিষ্কারের জন্য গ্লাস ক্লিনার বেশ কার্যকর। আপনার গয়নার ওপর গ্লাস ক্লিনার স্প্রে করুন। তবে বিভিন্ন ধরনের অস্বচ্ছ পাথর, কোরাল বা মুক্তার ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়।

ডিশ সোপ
ছবি: পেক্সেলস

১১. ডিশ সোপ

এক কাপ গরম পানিতে দশ ফোটা ডিশ সোপ দিন। এরপর আপনার গয়নাগুলো কয়েক মিনিটের জন্য সেই মিশ্রণে ভিজিয়ে রাখুন। এরপর পুরোনো টুথব্রশ বা কাপর অথবা নেটের ব্যাগ দিয়ে অলংকারগুলো পরিষ্কার করুন।

১২. শ্যাম্পু

শ্যাম্পুটা যদি বেবি শ্যাম্পু হয়, তাহলে আরও ভালো। এতক্ষণ যত উপায়ে অলংকার পরিষ্কারের কথা হয়েছে, সেসবের কোনোটাই মুক্তার গয়না পরিষ্কারের জন্য জুতসই নয়। তবে বেবি শ্যাম্পু দিয়ে আপনি সহজেই মুক্তা আর অস্বচ্ছ সব পাথরের গয়না পরিষ্কার করতে পারেন। উষ্ণ গরম পানিতে সামান্য শ্যাম্পু মেশান। সেখানে আপনার মুক্তার গয়নাগুলো চুবিয়ে রাখুন। মেকআপ ব্রাশজাতীয় কিছু দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। 

আরও পড়ুন