উল আর গাছের ডাল দিয়ে বাড়িতেই বানাতে পারেন মজার পুতুল

উল আর ডাল দিয়ে বানিয়ে নেওয়া যায় মজার পুতুল। শিশুদের সঙ্গে নিয়ে বানালে তারাও আনন্দ পাবে। বানিয়ে দেখিয়েছেন পঞ্চ পাঠশালা পেজের শিল্পী পঞ্চমালা

১ / ৭
উপকরণ: গাছের শুকনা ডাল, উলের সুতা, আঠা, গুগলি চোখ ও কাঁচি।
ছবি: কবির হোসেন
২ / ৭
১. যে পুতুল বানাতে হবে, সেটা আগে এঁকে নিলে কাজের সুবিধা হবে। তাই শুরুতেই একটি লে-আউট করে নিলে ভালো।
ছবি: কবির হোসেন
৩ / ৭
২. পুতুলটি বানাতে গাছের দুটি শুকনা ডাল নিতে হবে। একটি মোটা আর একটি চিকন (ছবির মতো)। মোটা ডালটির পেছনে চিকন ডালটি ধরে ছবির মতো করে আড়াআড়িভাবে উলের সুতা প্যাঁচাতে হবে। দুটি ডাল যেন একসঙ্গে শক্তভাবে আটকে থাকে।
ছবি: কবির হোসেন
৪ / ৭
৩. এবার উল দিয়ে জামা বানানোর পালা। ছবির মতো করে ওপরের অংশে এক রং আর নিচের অংশে আরেক রঙের সুতা প্যাঁচাতে হবে। পছন্দ অনুযায়ী যেকোনো রঙের সুতা প্যাঁচানো যাবে।
ছবি: কবির হোসেন
৫ / ৭
৪. দুটি গুগলি চোখ আঠা দিয়ে বসিয়ে দিন। তার একটু নিচে পেনসিল দিয়ে একটি মুখ এঁকে নিন। একটি কাটারের সহায়তায় সাবধানে পেনসিলের আঁকা অংশ কেটে নিতে হবে।
ছবি: কবির হোসেন
৬ / ৭
৫. এবার চুল বানানোর পালা। কিছু উল ছবির মতো করে হাতে পেঁচিয়ে নিন। মাঝখানে সুতা দিয়ে গিঁট দিয়ে নিতে হবে। এরপর পাশের সুতাগুলো কাঁচি দিয়ে সমান করে কেটে নিলে চুল তৈরি হয়ে গেল।
ছবি: কবির হোসেন
৭ / ৭
৬. এখন চোখের ওপর দিকে আঠা লাগিয়ে তৈরি করে রাখা চুল বসিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের হাতে তৈরি পুতুল।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন