সমাবর্তনে মায়ের সঙ্গে তোলা ছবি কি আপনারও আছে?
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যেকোনো শিক্ষার্থীর কাছেই খুব বিশেষ একটা দিন। গাউন পরব, বন্ধুদের সঙ্গে ছবি তুলব, আকাশে উড়িয়ে দেব সমাবর্তনের হ্যাট—এমন একটা ছবি মনে মনে কল্পনা করেন অনেকেই।
দিনটা আরও বিশেষ হয়ে ওঠে, যদি সঙ্গে থাকেন মা-বাবা। মায়ের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে গিয়ে হয়তো সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা দিনগুলো। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কঠিন সময়গুলোতে হয়তো এই মা-ই আপনার পাশে ছিলেন। সমাবর্তনের গাউন আর হ্যাটটা মাকে পরিয়ে দিয়ে ছবি তুলতে গিয়ে চোখ ভিজে যায় অনেকের। এই দিনটার জন্যই তো কত দীর্ঘ অপেক্ষা!
আসছে ‘মা দিবসে’ চাইলে এই বিশেষ ছবিটি দিয়েই মাকে চমকে দিতে পারেন। মায়ের সঙ্গে তোলা সমাবর্তনের ছবিসহ পাঠিয়ে দিন মাকে নিয়ে আপনার লেখা। সর্বোচ্চ ৬০০ শব্দে। নির্বাচিত লেখা ও ছবি প্রকাশিত হবে প্রথম আলোতে। কীভাবে মা আপনার শিক্ষাজীবনটা সহজ করেছেন, কীভাবে চ্যালেঞ্জগুলো সামাল দিতে সাহায্য করেছেন, সমাবর্তনে মায়ের পাশে দাঁড়ানোর মুহূর্তটা কেমন ছিল—সবই থাকতে পারে আপনার লেখায়।
লেখার সঙ্গে অবশ্যই আপনার নাম, পরিচয়, ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।
লেখা ও ছবি পাঠানোর শেষ তারিখ ৯ মে। ই–মেইলে: [email protected]