টুইটার ও ইনস্টাগ্রামে ২৫ বছর বয়সী সোফির অনুসারীর সংখ্যা পাঁচ লাখের বেশি। এমন পোস্ট করার পর নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন সোফির প্রোফাইলে। কেউ তাঁকে সমর্থন জানান। কেউ বলেন, ‘এসব স্রেফ মনোযোগ আকর্ষণের ধাপ্পাবাজি!’

মজার মন্তব্যও করেছেন অনেকে। একজন যেমন লেখেন, ‘তুমি আমাকেও বেছে নিতে পারতে। নতুন জীবনে তোমাকে অনেক শুভকামনা।’

শারি নামের একজন মন্তব্য করেছেন, ‘তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যাঁরা আজেবাজে মন্তব্য করছে, তাঁরা বিরক্তিকর।’

আরেক নেটিজেন লেখেন, ‘এটাই শ্রেষ্ঠ বিয়ে। বিশ্বাস করো, অন্য কাউকে বিয়ে করলে সেটা খুব বেশি দিন টিকত না। আরও বেশি বিবাদ হতো। অভিনন্দন।’

সোফি অবশ্য নিজের সঙ্গ এক দিনের বেশি সহ্য করতে পারেননি। পরদিনই লিখেছেন, ‘আমি আমাকে বিয়ে করেছিলাম, কিন্তু বিষয়টা আর নিতে পারছি না। বিচ্ছেদের কার্যক্রম কীভাবে শুরু করা যায়, দেখি।’

এবারও মজাদার সব মন্তব্য করতে শুরু করেছেন সোফির অনলাইন ‘বন্ধুরা’। কেউ বলেছেন আইনজীবীর পরামর্শ নিতে। কেউ লিখেছেন, ‘এ জন্যই ভেবেচিন্তে করতে হয়, সোফি।’

আবার একজন লিখেছেন, ‘নিজেই নিজেকে সহ্য করতে পারলেন না!’