নিউইয়র্কে সামান্থার মায়োসাইটিসেস চিকিৎসার খরচ কত, জানেন?

জীবন মানে যে ক্রমাগত লড়াই করে যাওয়া, এটি দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুর চেয়ে আর কে ভালো জানে! বিয়ের পর ক্যারিয়ারে ধস, তারপর একদিকে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা! একের পর এক বড় সিনেমায় চুক্তিবদ্ধ হতে না হতেই শরীরে এসে বাসা বাঁধল বিরল রোগ অটো ইমিউন কন্ডিশন মাইয়োসাইটিস। বেশ কয়েক মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ হাসপাতাল থেকে সবাইকে জানালেন, পেশির অসহনীয় ব্যথায় তীব্র কষ্ট পাচ্ছেন। একটু সেরে উঠেই চুক্তিমতো শেষ করলেন খুশি আর সিটাডেলের হিন্দি ভার্সন। আর এখন তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর চিকিৎসার অবস্থা।

১ / ১২
সামান্থা রুথ প্রভুর একা লাগলেই তিনি ভারতীয় ডায়াসপোরা কমিউনিটির নানান ইভেন্টে যোগ দিচ্ছেন। তাঁদের সঙ্গেই উদ্‌যাপন করেছেন ভারতের স্বাধীনতা দিবস। সেদিন পরেছিলেন এই কালো শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। পিঙ্কভিলাকে সাম্প্রতিকতম কথোপকথনে বলেছেন, ‘আমি পেশির যন্ত্রণায় এমন সময়ও পার করেছি যে মনে হয়েছে আগামীকালের ভোর আমার আর দেখা হবে না। তবে সেটা এখন অতীত। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
যখনই একা লাগছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এই ছবিটি সামান্থা তাঁর মোবাইলে তুলেছেন, এই শহরেই হয়েছিল তাঁর প্রথম সিনেমার শুটিং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
সময় পেলেই ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের রাস্তায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
সামান্থা এর আগেও দুই দফা গেছেন যুক্তরাষ্ট্রে, চিকিৎসা করিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
এবার চলচ্চিত্র আর ওয়েব সিরিজের কাজ শেষ করে এক বছরের লম্বা বিরতি নিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
এ বছরটা কেবল স্বাস্থ্যকে সময় দেবেন। আর মনের দাবি মিটিয়ে ঘুরে বেড়াবেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
এ মুহূর্তে সামান্থাকে নিয়ে সবচেয়ে বেশি যে আলোচনাটা চলছে, তা হলো সামান্থা যে চিকিৎসার ভেতর দিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত ব্যয়বহুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সামান্থার চিকিৎসা ব্যয় কোনোভাবেই ১ কোটি রুপি বা ১ কোটি ৩ লাখ টাকার কম নয়। ন্যূনতম এক কোটি রুপি থেকে যেকোনো অঙ্কই হতে পারে। তবে টাইমস অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা নিউইয়র্কের একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানিয়েছেন, চিকিৎসা ব্যয় ১০ কোটি রুপি হওয়াও অসম্ভব কিছু নয়। এমনকি এর বেশিও হতে পারে। নির্ভর করছে তিনি কী ধরনের চিকিৎসা নিচ্ছেন, তার ওপর। এদিকে প্রতি সিনেমা বাবদ সামান্থা ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
হিন্দুস্তান টাইমসের মতে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এক তেলেগু সুপারস্টারের কাছ থেকে ২৫ কোটি রুপি ধার নিয়েছেন সামান্থা। তবে সেই তারকা কে, সে সম্পর্কে কিছু জানা যায়নি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
অটো ইমিউন ডিজিজের এমন কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি, যাতে একজন রোগী পুরোপুরি সেরে উঠবেন। রোগীর যন্ত্রণাকে সহনীয় পর্যায়ে আনতে কিছু ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া কিছু থেরাপি, ওষুধ, ব্যায়াম, ডায়াগনোসিসের মাধ্যমে রোগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। সামান্থা হাইপারবেরিক থেরাপি (শতভাগ অক্সিজেনের মাধ্যমে নেওয়া এক বিশেষ চিকিৎসাপদ্ধতি, যাতে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে) নিচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে