অটো ইমিউন ডিজিজের এমন কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি, যাতে একজন রোগী পুরোপুরি সেরে উঠবেন। রোগীর যন্ত্রণাকে সহনীয় পর্যায়ে আনতে কিছু ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া কিছু থেরাপি, ওষুধ, ব্যায়াম, ডায়াগনোসিসের মাধ্যমে রোগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। সামান্থা হাইপারবেরিক থেরাপি (শতভাগ অক্সিজেনের মাধ্যমে নেওয়া এক বিশেষ চিকিৎসাপদ্ধতি, যাতে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে) নিচ্ছেনছবি: ইনস্টাগ্রাম থেকে