আইইউবিতে বৃত্তিসহ নানা সুযোগ

উপাচার্য তানভীর হাসানের সঙ্গে অ্যারোজ প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা
ছবি: মোহাম্মদ রাব্বি

‘অ্যারোজ প্রোগ্রাম’ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বিশেষ কর্মসূচি। এর আওতায় প্রতিবছর কিছু শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঠদানের পাশাপাশি তাঁদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরিং, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। অন্তর্ভুক্তিমূলক স্নাতক প্রোগ্রাম হিসেবে ২০২২ সালের স্প্রিং সেমিস্টারে সূচনা হয় আইইউবি অ্যারোজের। প্রোগ্রামের অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি, ল্যাপটপ, ইন্টার্নশিপ, হাতখরচ ও আবাসনসুবিধা।

এ বছরও এ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালে শুধু সামার সেমিস্টারে শিক্ষার্থীরা অ্যারোজ প্রোগ্রামের অধীন ভর্তির সুযোগ পাবে। সে জন্য আইইউবি অ্যারোজ প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৩।

অন্যান্য স্নাতক প্রোগ্রামের সঙ্গে অ্যারোজের পার্থক্য হলো, এখানে উচ্চমাধ্যমিক বা এ-লেভেল পর্যায়ের ফলাফল একমাত্র বিবেচ্য বিষয় নয়। অ্যারোজ প্রোগ্রামের জন্য শিক্ষার্থীর প্রতিভা, নেতৃত্বগুণ, চারিত্রিক দৃঢ়তা ও দেশপ্রেমকেও বিবেচনায় নেওয়া হয়। এ কর্মসূচিকে অন্তর্ভুক্তিমূলক বলা হচ্ছে। কারণ, ছেলেমেয়ে, ধনী-গরিব, শহর-গ্রামনির্বিশেষে বাংলাদেশের সব শিক্ষার্থী প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন। আইইউবির উদ্দেশ্য হলো এ প্রোগ্রামের মাধ্যমে এমন কিছু দক্ষ স্নাতক তৈরি করা, যাঁরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারবে।

অ্যারোজের প্রথম ব্যাচের ২৫ শিক্ষার্থী ইতিমধ্যেই নানা ক্ষেত্রে তাদের যোগ্যতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ভাষা, প্রযুক্তি, ব্যবসায় উদ্যোগ, ফটোগ্রাফি, খেলাধুলাসহ নানা ক্ষেত্রে ইতিমধ্যেই অ্যারোজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার ও স্বীকৃতিও এনেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজেও যুক্ত আছেন কেউ কেউ।