১৪ বছর পর কানের লালগালিচায় যেভাবে দেখা দিলেন জোলি

১ / ১০
এলেন, দেখা দিলেন, জয় করলেন—৭৮তম কান চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির লালগালিচার লুককে বর্ণনা করার জন্য এটুকুই যথেষ্ট!
ছবি: এএফপি
২ / ১০
১৪ বছর পর কানের লালগালিচায় ৪৯ বছর বয়সী জোলির দেখা মিলল। এর আগে ২০১১ সালে দেখা মিলেছিল অ্যাঞ্জেলিনা জোলির
ছবি: এএফপি
৩ / ১০
১৬ মে অ্যাঞ্জেলিনা জোলি কানের লালগালিচায় পা রাখতেই যেন সব কটি ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলে উঠল
ছবি: এএফপি
৪ / ১০
তিনি দেখা দেন বিশ্বখ্যাত জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী স্যার আর্থার স্ট্যানলি এডিংটনের বায়োপিক ‘এডিংটন’-এর প্রিমিয়ারে। বড় পর্দায় অ্যাঞ্জেলিনা জোলি সর্বশেষ দেখা দিয়েছেন ২০২৪ সালে, অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের বায়োপিকে
ছবি: এএফপি
৫ / ১০
অবশ্য কেবল সিনেমা দেখতেই আসেননি জোলি। কান চলচ্চিত্র উৎসবে প্রতিবছর দুজন তরুণ অভিনয়শিল্পীকে দেওয়া হয় ‘ট্রফি শোপাঁ’। এ বছর বিজয়ী ম্যারি কলম্ব ও ফিন বেনেটের হাতে সেই ট্রফিই তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় অ্যাঞ্জেলিনা জোলিকে। আগামী এক বছর জোলি এই দুই তরুণকে মেন্টরিংও করবেন
ছবি: এএফপি
৬ / ১০
এ সময় অ্যাঞ্জেলিনা জোলির পরনে ছিল কাঁধখোলা একটি ক্রিমরঙা চকচকে ন্যুড কাশ্মীরি সিল্কের বডি হাগিং বল গাউন
ছবি: এএফপি
৭ / ১০
গাউনটি নেওয়া হয়েছে ইতালির ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির ‘রেডি টু ওয়্যার’ বসন্ত/গ্রীষ্ম সংগ্রহ থেকে
ছবি: এএফপি
৮ / ১০
এর সঙ্গে অস্কারজয়ী এই অভিনেত্রী ও পরিচালক সাজ ও গয়না রেখেছিলেন একেবারেই সাদামাটা। মেকআপ যেটুকু না হলেই নয়, স্বর্ণকেশগুলোকে দিয়েছিলেন অপার স্বাধীনতা
ছবি: এএফপি
৯ / ১০
গলায় ছিল সাদা আর বাটার-ইয়েলোরঙা হিরের নেকলেস। নেকলেসের মাঝখানে ঝুলে রয়েছে টিয়ার-ড্রপ আকৃতির একটা বড় হিরের টুকরা। কানেও ছিল ঝোলানো ম্যাচিং হিরের দুল
ছবি: এএফপি
১০ / ১০
অ্যাঞ্জেলিনা জোলির হাতে যে ট্যাটু দেখা যাচ্ছে, সেখানে হিব্রু ও সাংকেতিক ভাষায় বৌদ্ধধর্মের মূলকথা—অহিংসা, সাম্য, মৈত্রী আর ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে
ছবি: এএফপি

সূত্র: এলে ও ভ্যারাইটি