‘ওভার দ্য ওয়াল’ চ্যাম্পিয়ন আইইউটির দল

বিজয়ী ও অতিথিরা
ছবি: সংগৃহীত

উদ্যোক্তা ও উদ্ভাবনী পণ্যভিত্তিক প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর আয়োজক ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো সম্প্রতি। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আইডিয়া উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের দল শার্কস ইন স্যুট। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনকগনিটো ও দ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ওয়ার্ক ইন প্রোগ্রেস।

আয়োজকেরা জানান, দেশব্যাপী ৪০টি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থীর ১ হাজারের বেশি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক প্যানেলে ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড রজত দিওয়াকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।

সেরা তিন দলের জন্যই ছিল অর্থ পুরস্কার। এ ছাড়া বিজয়ী দলের প্রত্যেক সদস্যই অন্য দেশে ইন্টার্নশিপসহ ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে পেশা গড়ার সুযোগ পাবেন। ভারতে অনুষ্ঠেয় ম্যারিকো ‘ওভার দ্য ওয়াল’ সিজন ১০-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগও থাকবে। ভারতে ৯ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে।