ট্রেনে যাত্রীর আরামে বাধা দিলে আপনি শাস্তি পেতে পারেন, জানতেন?

আপনি কি জানেন, কারও ৫০ টাকার ক্ষতি করলেও আপনার শাস্তি হতে পারে। যেখানে-সেখানে গোসল করলেও কিন্তু শাস্তির মুখে পড়তে পারেন। বাংলাদেশের তেমন কয়েকটি অপ্রচলিত আইন নিয়ে এই আয়োজন

ট্রেনে যাত্রীর আরামে বাধা দিলে শাস্তির আইন আছে
ছবি: প্রথম আলো

৫০ টাকার ক্ষতিতে ২ বছরের সাজা

কোনো ব্যক্তি যেকোনো অনিষ্ট করলে এবং সেই অনিষ্টের কারণে যদি ৫০ টাকা বা তার বেশি ক্ষতি হয়, তাহলে দণ্ডবিধি আইনে তাঁকে দুই বছরের সাজা পেতে হবে। সেটি কিন্তু সশ্রমও হতে পারে। এবার ভাবুন, কারও কোনো ক্ষতি করবেন কি না।

রেলে যাত্রীদের আরাম-আয়েশে বাধা দিলে শাস্তি

রেলে ভ্রমণের সময় অন্য যাত্রীর বসা বা ভ্রমণের সময় কোনো আরাম-আয়েশে বাধা দিলে শাস্তির বিধান আছে। ইচ্ছা করে অন্য যাত্রীর আরামে বাধা দিলে, এমনকি ওপরে বা পাশে জ্বলা কোনো আলো নিভিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তিকে গুনতে হবে ৫০ টাকা জরিমানা। রেলপথ আইন ১৮৯০-এ এই বিধান রয়েছে।

যেখানে-সেখানে করা যাবে না গোসল

পুলিশ কমিশনারের অনুমোদন নেই, এমন কোনো কূপ, পুকুর বা সংরক্ষিত জলাধারে বা তার আশপাশে গোসল করা যাবে না। এমনকি সেখানে কাপড়ও ধোয়া যাবে না। এটি যদি অমান্য করেন তাহলে পুলিশ আপনাকে ২০০ টাকা জরিমানা করতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে এই বিধান রয়েছে।

টেলিফোনে কাউকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। মডেল: লাবণ্য
ফাইল ছবি: প্রথম আলো

অকারণে বারবার টেলিফোন করলে শাস্তি

যুক্তিসংগত কারণ ছাড়া কাউকে বারবার টেলিফোন করে বিরক্ত বা অসুবিধা তৈরি করলে কলদাতাকে পেতে হবে শাস্তি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী বারবার টেলিফোন করে বিরক্ত করার শাস্তি সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড। টেলিফোনের মত আপনি মোবাইল ফোনে বিরক্ত করলেও শাস্তির আওতায় আসতে পারেন।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট