পাঁচ তারকা হোটেলে বড়দিনের আয়োজন

‘জিঙ্গল বেলস জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে।’ আর কদিন পরই বড়দিন। রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এখানে থাকছে তেমন কিছু আয়োজনের খোঁজখবর।

বড়দিনে ক্রিসমাস ট্রিকে ঘিরে চলে হাসি, গান আর আনন্দ
ছবি: সুমন ইউসুফ

প্যান প্যাসিফিক সোনারগাঁও

হোটেলের পুলের পাশে বসবে ‘ক্রিসমাস ব্রাঞ্চ পার্টি’। থাকবে বিভিন্ন ফান রাইড ও ঘোড়ায় চড়া এবং ‘গেম’ খেলার সুযোগ, মিনি ট্রেন ভ্রমণ! মেরি গো রাউন্ড, সান্তা ক্লজের সঙ্গে সেলফি তোলার আয়োজন। মিলবে মিকি এবং মিনির সাক্ষাৎ। সঙ্গে আছে বিশেষ র‍্যাফল ড্রসহ উপভোগ্য আরও অনেক কিছু। সকাল নয়টা থেকে প্রবেশদ্বার খোলা থাকবে। টিকিটের দাম ৩ হাজার ৫০০ টাকা।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

বড়দিনে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে থাকছে বর্ণিল আয়োজন। হোটেলের প্রতিটি তলা বর্ণিল বাতি, সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রিতে সাজবে। হোটেলের রুফটপ গার্ডেন রেস্তোরাঁ ‘দ্য স্কাই লাইন’–এ শিশুদের জন্য রয়েছে কিডস কার্নিভ্যাল। বাচ্চাদের আনন্দ বাড়িয়ে দিতে নানান উপহার নিয়ে হাজির হবে সান্তা ক্লজ। থাকবে টয় ট্রেন, বাউন্সিং হাউস, বল হাউস, ম্যাজিক শো, মূকাভিনয়, ক্যানডি ফ্লসসহ বিভিন্ন ধরনের খেলা। চলবে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর থাকছে বিশেষ হ্যাপি ক্রিসমাস ইভ সেলিব্রেশন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। এ ছাড়া ক্রিসমাস উপলক্ষে এখানে ৫ হাজার ৫৫০ টাকায় থাকছে বিশেষ বুফে ডিনারের আয়োজন।

ডিসেম্বরের ২৫ তারিখ মানেই বড়দিনের আনন্দ
ছবি: সুমন ইউসুফ

র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের টেরেসে বসবে শিশুদের আসর ‘হলি-জলি কিডস ক্রিসমাস’। চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। থাকবে ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তা ক্লজের উপহার। শিশুদের জন্য থাকছে হরেক রকম ফলের জুস, চিকেন পাফ, পপকর্ন ও আইসক্রিম। এখানে প্রবেশমূল্য ১ হাজার ৯০০ টাকা।

দ্য ওয়েস্টিন ঢাকা

২৪ ও ২৫ ডিসেম্বর ওয়েস্টিনে ৮ হাজার ৪৫০ টাকায় থাকছে বিশেষ বুফে ডিনার। বলরুমে থাকছে শিশুদের জন্য নানা আয়োজন। দুই বছরের ওপরে সবার জন্য প্রবেশমূল্য ২ হাজার টাকা।

পাঁচ তারকা হোটেলে থাকে খাবারের নানা আয়োজন
ছবি: সুমন ইউসুফ

লা ম্যারেডিয়ান ঢাকা

বড়দিনের আয়োজনে এই হোটেল প্রবেশ করতে চাইলে দুই বছরের ঊর্ধ্বে সবার জন্য খরচ হবে ২ হাজার ৫০০ টাকা। হোটেলটির প্রতিটি রেস্টুরেন্টেই থাকছে ক্রিসমাসের বিশেষ বুফের ব্যবস্থা। এ জন্য খরচ হবে ৭ হাজার ৭৫০ টাকা।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

পুরো হোটেলেই থাকছে উৎসবের আমেজে। ‘ক্যাফে সোশ্যাল ফর পিক-আপস’ শীর্ষক আয়োজনে থাকছে ক্রিসমাস কেক, রুটি, বাদাম, খেজুর, মিক্সড ড্রাই ফুড, কুকিজসহ মুখরোচক বিভিন্ন আইটেমে সাজানো উপহার। দাম পড়বে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। বড়দিনের এই আয়োজন শুরু হবে ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে, চলবে বেরা ২টা পর্যন্ত। দুই বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রবেশমূল্য ২ হাজার ৫০০ টাকা।