দৃষ্টিনন্দন এই ভবনে হবে মাছ ও সমুদ্র নিয়ে গবেষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র। নবনির্মিত পাঁচতলা ভবনটি বেশ নজরকাড়া। মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একটি ইনস্টিটিউট (মেরিন সায়েন্সেস) ও দুটি বিভাগের (মৎস্যবিদ্যা ও সমুদ্রবিজ্ঞান) জন্য আছে ৫৬টি কক্ষ। শিক্ষকদের কক্ষের সংখ্যা ৩৫। আরও আছে মেরিন অ্যাকুয়ারিয়াম ভবন। অ্যাকুয়ারিয়ামটিতে থাকবে সামুদ্রিক নানা পর্বের নানা গোত্রের প্রাণী। পাশাপাশি এই অনুষদে একটি হ্যাচারিও রয়েছে।

১ / ৬
নবনির্মিত মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ড্রোনশটটি নিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া
২ / ৬
মেরিন অ্যাকুরিয়ামের কাজ চলছে
ছবি: আশফাক অমি
৩ / ৬
অনুষদ এলাকার প্রায় পুরোটা জুড়ে রয়েছে একটি দৃষ্টিনন্দন লেক। লেকের পানিতে কচ্ছপ চোখে পড়ল।
ছবি: আশফাক অমি
৪ / ৬
ছুটির দিনে মুক্তমঞ্চ ফাঁকা থাকলেও অন্য সময় শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ে
ছবি: আশফাক অমি
৫ / ৬
একাডেমিক ও শিক্ষক ভবনকে যুক্ত করেছে এই সেতু।
ছবি: আশফাক অমি
৬ / ৬
অনুষদের প্রবেশমুখে টেরাকোটার ফলক
ছবি: আশফাক অমি