চারুকলার বসন্তবরণ দেখুন ছবিতে
আজ পয়লা ফাল্গুন। সঙ্গে ভালোবাসা দিবস। উৎসবের রং লেগেছে দেশের আনাচকানাচে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় প্রতিবারের মতো এবারও বসন্ত উদ্যাপন পরিষদ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। সেখানে হাজির হয়ে দেখা গেল, যেদিকে দু চোখ যায়, শুধু হলুদ, সবুজ আর লালের ছড়াছড়ি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারুকলার বকুলতলায় বসন্ত উদ্যাপন করতে এসেছেন শত শত মানুষ। সকালে চারুকলা থেকে ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন।