প্রথম বর্ষের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার, জেনে নিন আবেদনের নিয়ম

মডেল: ইভা
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এ উপবৃত্তি দেওয়া হবে। ২০১২ সালে এ ট্রাস্ট গঠন করা হয়। বৃত্তির জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের বা ডিগ্রি ১ম বর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) পড়ুয়া যেকোনো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

২০২২-২৩ অর্থবছর থেকে বৃত্তিটি প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি:

১. উপবৃত্তি প্রাপ্তির জন্য ডিগ্রি (পাস) বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।

৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের মোট বার্ষিক আয় এক লাখ টাকার কম হতে হবে। অভিভাবক বা পিতা-মাতা যদি সিটি করপোরেশন এলাকার বাসিন্দা হন, তাহলে মোট জমির পরিমাণ ০.০৫ শতাংশের কম হতে হবে। অন্যান্য এলাকায় ক্ষেত্রে ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম হতে হবে।

আবেদনের সময়সীমা:

১৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।