শিক্ষার্থীদের জন্য লিংকডইন কেন জরুরি

ছাত্রজীবন থেকেই চাকরির দুনিয়ার সাম্প্রতিক চাহিদা ও চল সম্পর্কে জানা যায় লিংকডইনের মাধ্যমে।ছবি: সাবিনা ইয়াসমিন

লিংকডইন মূলত পেশাদারদের জন্য একটি ‘যোগাযোগমাধ্যম’। তবে অনেকে মনে করেন, শিক্ষাজীবন থেকেই এই ওয়েবসাইট বা অ্যাপের সঙ্গে সখ্য গড়ে ওঠা দরকার। তরুণ পেশাজীবী ফারহানা আক্তার খান যেমন বিশ্ববিদ্যালয়জীবন থেকেই লিংকডইনে সক্রিয়; এখন লিংকডইনে তাঁর অনুসারীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজারের বেশি। তিনি বলেন, ‘প্রথম চাকরির ডাক পেয়েছিলাম লিংকডইন থেকেই। বিভিন্ন কর্মশালা, সম্মেলনের খোঁজও পেয়েছি বিভিন্ন সময়। বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়ছেন, তাঁদের বলব, শুরু থেকেই লিংকডইনে যুক্ত থাকুন।’

পেশাদারদের এই ওয়েবসাইটে প্রতিদিন দেশ-বিদেশের লাখো চাকরির খোঁজ মেলে। তাই ছাত্রজীবন থেকেই চাকরির দুনিয়ার সাম্প্রতিক চাহিদা ও চল সম্পর্কে জানা যায় লিংকডইনের মাধ্যমে। খণ্ডকালীন চাকরির খোঁজও পাবেন। জানবেন, কীভাবে করপোরেট দুনিয়ার বিখ্যাত অনেকে নিজের কাজ উপস্থাপন করেন। চাইলে তাঁদের অনুসরণও (ফলো) করতে পারেন।

তবে কিছু সতর্কতাও মাথায় রাখা দরকার। একটি জাপানি উন্নয়ন সংস্থায় জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন আলীমূল হাসান। তিনি বলেন, ‘লিংকডইনে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো আচরণ করা যাবে না। পেশাদার ছবি ব্যবহার করতে হবে। বিভিন্ন পেশার আলোচিত কয়েকজনের ছবি দেখে ধারণা নিতে পারেন। এ ছাড়া নিয়মিত প্রোফাইল আপডেট রাখার চেষ্টা করুন। তথ্য সঠিক ও হালনাগাদ রাখুন। কোনো লেখা, ছবি বা ভিডিও শেয়ার করার সময়ও পেশাদার মানসিকতা বজায় রাখুন।’

ভবিষ্যতে হয়তো লিংকডইন প্রোফাইল দেখে নিয়োগদাতা আপনাকে বেছে নেবেন—এ ভাবনা মাথায় রেখে প্রোফাইল গোছানোর চেষ্টা করা উচিত। দৃষ্টি আকর্ষণ করতে নিয়মিত ব্লগ লিখতে পারেন। কোনো কর্মশালা, কোর্স বা অনুষ্ঠানের অভিজ্ঞতা, পেশাসংক্রান্ত কোনো বই পড়ে আপনার অনুভূতি—নানা কিছুই ব্লগ আকারে লিখে রাখতে পারেন। যে খাতে কাজ করতে চান, সে–সংক্রান্ত খবর বিশ্লেষণ করতে পারেন, বিভিন্ন পত্রিকার নিবন্ধ শেয়ার করতে পারেন। মনে রাখতে হবে, লিংকডইনে ব্যক্তিগত বা অবান্তর বিষয় প্রকাশ না করাই ভালো।

লিংকডইন প্রোফাইলের শুরুতে অ্যাবাউট অংশে আপনার সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী লিখে রাখুন। একঝলক দেখেই যেন আপনার আগ্রহ, দক্ষতা বা অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অন্য পেশাজীবী, শিক্ষক বা তত্ত্বাবধায়কের কাছ থেকে যদি ‘সুপারিশ’ বা ‘রিকমেন্ডেশন’ নিতে পারেন, তাহলে ভালো। আবার অন্যের কোনো কাজের জন্য তাঁকে ‘এন্ডোর্সমেন্ট’ বা শুভেচ্ছাও জানাতে পারেন।

লিংকডইনের ‘জব’ ট্যাবে প্রবেশ করে কাজের খাত, কাজের স্থান ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির বিজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। অনেক চাকরিতে লিংকডইন থেকেই আবেদন করা যায়। আবার ‘লিংকডইন লার্নিং’ ফিচারটি ব্যবহার করে বিভিন্ন কোর্সও করতে পারেন। কোর্স করার পর সনদ আপনার প্রোফাইলে যুক্ত করতে পারবেন।