জানেন তো মোম দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়

পেডিকিউরের জগতে বেশ বিখ্যাত হয়ে উঠেছে প্যারফিনের ব্যবহার। প্রাকৃতিক মোমের সঙ্গে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেডিকিউরের জন্য প্রস্তুত করা হয় এই প্যারাফিন।

মোমের ব্যবহার জনপ্রিয় হচ্ছে পেডিকিউরে। মডেল: সুমি
ছবি : সুমন ইউসুফ

প্রথমেই সাধারণ পেডিকিউরের মতো শ্যাম্পু মেশানো গরম পানিতে পা পরিষ্কার করে নেওয়া হয়। এরপর ব্যবহার হয় প্যারাফিন। গরম তাপে গলিয়ে নেওয়া হয় এই মোম। এরপর ব্রাশের সাহায্যে গলে যাওয়া মোম পায়ের ত্বকে লাগানো হয়।

মোম লাগানোর পর র‍্যাপিং পেপারে মোড়ানো হচ্ছে পা
ছবি : সুমন ইউসুফ

লাগানোর পরপরই ক্লিন র‍্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয় পা। এরপর রেড লাইট বা ইনফ্লুয়েন্স লাইটের সাহায্যে হিট দেওয়া হয়।

মোম থেকে ত্বক শুষে নিচ্ছে তার প্রয়োজনীয় উপাদান
ছবি : সুমন ইউসুফ

গরম তাপ দেওয়ার কারণে ত্বক মোম থেকে তার প্রয়োজনীয় উপাদান শুষে নেয়। পায়ের রিল্যাক্সেশনের জন্য এই প্যারাফিন পেডিকিউর বেশ কাজে দেয়। যাঁদের পায়ে ব্যথা আছে, তাঁরা মাসে দুবার প্যারাফিন পেডিকিউর করাতে পারেন। এতে সহজেই দূর হবে পায়ের ব্যথা।