তুলে রেখেছিলেন যেসব পোশাক–আশাক

ব্যবহারের পোশাকগুলো আলাদা করে নিন।

আমাদের দৈনন্দিন ব্যবহারের অনেক কিছুই কাজে লাগেনি করোনাকালের দীর্ঘ সময় ধরে। ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে, বাইরে যাওয়া হচ্ছে। তুলে রাখা পোশাক, জুতা, ব্যাগ, গয়না নতুন করে আবারও নামিয়ে নিতে হচ্ছে। তবে দীর্ঘদিনের বিরতির কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অনেক জিনিসই। বাইরে বের হওয়ার আগে তাই ঝেড়েমুছে প্রস্তুত করে নিন অনুষঙ্গগুলোকেও।

একটা আলাদা জায়গা বের করতে পারলে ভালো। যে কাপড়গুলো এখন আরামে পরতে পারবেন, আলাদা করে ফেলুন। একই কথা ব্যাগ ও জুতার ক্ষেত্রেও। প্রথম কয়েক সপ্তাহ নির্দিষ্ট কিছু পোশাক, ব্যাগ, জুতা ব্যবহার করুন। বারবার স্প্রে, সাবান ব্যবহারে ক্ষতি হবে না, এমন জিনিসগুলোকেই বেছে নিন। আলমারি বা ওয়ার্ডরোবে প্রতিনিয়ত পাল্লা খুলে কাপড় বের করা ও ঢোকানো হলে তাতে বাতাস চলাচল করে, কাপড় ভালো থাকে। কিন্তু একটানা দীর্ঘ সময় আবদ্ধ থাকা কাপড়গুলোতে অস্বস্তিকর সোঁদা গন্ধ পাওয়া যেতে পারে। এমন সমস্যার ক্ষেত্রে কাপড়টি ধোয়ার উপযোগী হলে তা ধুয়ে, শুকিয়ে, ইস্তিরি করে নেওয়া যেতে পারে। না চাইলে কড়া রোদে দিয়ে এরপর ব্যবহার করতে হবে। চাইলে সামান্য ফ্রেশনার ব্যবহার করতে পারেন রোদ থেকে আনার পর। ব্যাগ ও জুতা মুছে নিয়ে উন্মুক্ত বাতাসে এক দিন রেখে এরপর ব্যবহার করা ভালো। রোদে দেওয়ার পর ব্যাগেও ফ্রেশনার ব্যবহার করা যেতে পারে বলে জানালেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।

অনুষঙ্গগুলোকে পরিষ্কার করে রাখুন

পোশাক–পরিচ্ছদের আরও যত্ন

ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত জানালেন, কাপড় রোদে দেওয়ার সময় আলাদা আলাদা হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়া ভালো। বর্ষা মৌসুমে যে দুয়েক দিন কড়া রোদ ওঠে, সেটাকে কাজে লাগাতে পারলে খুবই ভালো। যেসব কাপড় না ধুয়ে শুধু রোদে দিয়েই ব্যবহার করছেন, সেগুলো রোদে দেওয়ার পর ঘ্রাণেই পার্থক্য অনুভব করা যাবে। ঘ্রাণেই বুঝতে পারবেন, কতটা সময় রোদে রাখতে হচ্ছে কাপড়ের সজীবতা ফিরিয়ে আনতে। একসঙ্গে একাধিক কাপড় (একটির ওপর অন্যটি) দেওয়া ঠিক নয়। দুই–তিন ঘণ্টা অন্তর কাপড়ের ভাঁজ খুলে উল্টেপাল্টে দিন। কিছু কাপড় প্রয়োজনে ড্রাই ওয়াশ করাতেও হতে পারে।

জুতাও হোক ঠিকঠাক

বাটা বাংলাদেশ-এর মার্কেটিং ব্যবস্থাপক ইফতেখার মল্লিক জানালেন, লেদারের জুতার ধুলা পরিষ্কার করতে নরম ব্রাশ ব্যবহার করতে হবে। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর ফিনিশিং ক্রিম লাগাতে হবে রঙের সঙ্গে মিলিয়ে। সবশেষে ব্যবহার করুন শাইনার।

কাপড়ের জুতা প্রথমে মুছে নিন। এরপর এক টুকরা কাপড়ের সাহায্যে সাবান–পানি বা শ্যাম্পু–পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে রাখুন আধঘণ্টার জন্য (বেশিক্ষণ রোদে রাখলে রং নষ্ট হয়ে যেতে পারে)। এ ছাড়া সাদা আউটসোলের ক্ষেত্রে প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে ধুলা মুছে নিয়ে হোয়াইট কালার স্নিকার শাইনার ব্যবহার করা ভালো।

জুতার ধুলা ঝেরে ফেলুন

ব্যাগের ব্যাপারস্যাপার

তাসমিয়া জান্নাত জানালেন, ব্যাগে সাদাটে ছোপ পড়লে রোদে রেখে এরপর কাপড় দিয়ে মুছে নিতে হবে। ব্যাগের চেইন খুলে এবং সম্ভব হলে আনুষঙ্গিক জিনিস (যেমন: ফিতা, বো প্রভৃতি) আলাদা করে রোদে দিন। ব্যাগ পরিষ্কার করার সময় চেইনের সেলাই এবং অন্যান্য সূক্ষ্ম অংশ চিকন ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিন।

এ ছাড়া কাপড় ও চামড়ার জুতার মতো একই পদ্ধতিতে কাপড় ও লেদারের ব্যাগ পরিষ্কার করা যায় বলে জানালেন ইফতেখার মল্লিক।