রোদে পোড়া ত্বক

অতিবেগুনি রশ্মি এ অকালে বুড়িয়ে যাওয়া ও ক্যানসারের জন্য দায়ী
অতিবেগুনি রশ্মি এ অকালে বুড়িয়ে যাওয়া ও ক্যানসারের জন্য দায়ী

আপনার ত্বক যখন রোদে উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় থাকে, দুই ধরনের অতিবেগুনি রশ্মি (এ এবং বি) তখন আক্রমণ করে। রোদে হালকা পোড়ার জন্য প্রাথমিকভাবে অতিবেগুনি বি রশ্মিকে দায়ী করা হয়। আর অতিবেগুনি এ রশ্মি ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। এসব ক্ষতির মধ্যে অকালে বুড়িয়ে যাওয়া ও ত্বকের ক্যানসার পর্যন্ত রয়েছে।