মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েল: চুলে দিন ন্যাচারাল পুষ্টি

অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েলে আছে রুট অ্যাপ্লিকেশন, তাই এই তেল চুলের গোড়ায় পৌঁছে যায় সহজে

ব্যস্ত জীবনে নিজেকে নিয়ে ভাবার সময় আমাদের কমই। তবু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতেই পারে, নিজের আরেকটু যত্ন নেওয়া উচিত। চুলগুলো স্পর্শ করে একটা দীর্ঘশ্বাস বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ঝলমলে চুলগুলো ঝরে পড়লে কারই-বা ভালো লাগে।

চুল পড়া সমস্যায় দূষণ যেমন দায়ী, আমাদের অবহেলার ভূমিকাও কম নয়। স্ক্যাল্প ও চুলের যত্নে ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগ্রহ দিন দিন বাড়ছে। কিন্তু অনেকেই না জেনে মিনারেল অয়েলযুক্ত তেল ব্যবহার করছেন, যা স্ক্যাল্প ও চুলের জন্য আরও বড় ক্ষতির কারণ। মিনারেল অয়েল চুলের ন্যাচারাল শাইন কমিয়ে দেয়, স্ক্যাল্পকে করে ফেলে ড্রাই। এর ফলে স্ক্যাল্পে নানা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আবার চুলের জন্য কোন ন্যাচারাল উপাদান বেশি উপকারী, এ সম্পর্কেও আমাদের জানাশোনা কম। তাই চলুন, প্রথমে চুলের জন্য ভালো, এমন কিছু হারবাল বা ভেষজ উপাদানের গুণাগুণ সম্পর্কে জেনে নিই।

চুলের যত্নে ভেষজ উপকরণ

ভৃঙ্গরাজ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করে, চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ব্রাহ্মী চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকী চুলের দৈর্ঘ্য ও ভলিউম বৃদ্ধিতে সাহায্য করে। মঞ্জিষ্ঠা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ রাখে এবং চুল পড়া বন্ধ করে। কারিপাতার অ্যান্টি–অক্সিডেন্ট স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে চুলের মৃত কোষগ্রন্থি দূর করে। কালিজিরা স্ক্যাল্পকে ভালো রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। রিঠা চুল পড়া বন্ধ করে এবং স্ক্যাল্পকে পরিষ্কার রাখে। এ ছাড়া আরও কিছু প্রাকৃতিক-ভেষজ উপাদান আছে, যা স্ক্যাল্প ও চুল ভালো রাখতে সাহায্য করে।

কী আছে মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েলে?

পাঁচ হাজার বছরের প্রাচীন শির পাক বিধি অনুযায়ী, নারকেল তেল, ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, আমলকী, জবা, কালিজিরা, মঞ্জিষ্ঠা, রিঠা, মেথিসহ ১৭টি ভেষজ উপাদানে তৈরি হয়েছে মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েল।

চুলের জন্য কোন ন্যাচারাল উপাদান বেশি উপকারী

এতে নেই কোনো অফিশিয়াল ফ্র্যাগরেন্স ও ক্ষতিকর মিনারেল অয়েল। একটা গাছ যেমন বেড়ে ওঠার শক্তি পায় শিকড় থেকে, আমাদের চুলেরও পুষ্টি দরকার হয় গোড়াতেই। এই ধারণাকে মাথায় রেখেই অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েলে আছে রুট অ্যাপ্লিকেশন, তাই তেল চুলের গোড়ায় পৌঁছে যায় সহজে। নিয়মিত এই তেল ব্যবহারে স্ক্যাল্প থাকে স্বাস্থ্যকর আর চুলের গোড়া হয় শক্ত। যাঁদের বেশি হেয়ারফল হয়, তাঁরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।