মীরার চুল যেভাবে সুন্দর ও মসৃণ
বরাবরই সৌন্দর্যের জন্য আলোচিত হন মীরা রাজপুত। ২০১৫ সালে শহীদ কাপুরকে যখন বিয়ে করেন, তখন মীরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অভিনয়ে কখনোই নামেননি। তবু রূপে-সজ্জায় তাক লাগিয়ে প্রায়ই থাকেন খবরে। ছবিতে ছবিতে জানা যাক তাঁর মসৃণ, সুন্দর চুলের রহস্য।