ব্রণ দূর করতে তামান্না ভাটিয়ার বিস্ময়কর টোটকা, চিকিৎসক কী বলছেন

বলিউড ও দক্ষিণি সিনেমার আলোচিত নাম তামান্না ভাটিয়া। ফিটনেস ও সৌন্দর্যের রহস্য নিয়ে কথা বলেন প্রায়ই। ২০২১ সালে একবার ব্রণ দূর করতে নিজের থুতু প্রয়োগের কথা বলেছিলেন, আজ ৩ আগস্ট আবারও সেই টোটকার কথাই বললেন এক সাক্ষাৎকারে। আদতে কি এই টোটকা বিজ্ঞানসম্মত?

১ / ১০
আজ ৩ আগস্ট ‘দ্য লালানটপ’ নামের এক ভারতীয় ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে তামান্না ভাটিয়ার ২ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকার।
ছবি: ইউটিউব ভিডিও থেকে
২ / ১০
আর ওই সাক্ষাৎকারের ‘হাইলাইটস’ অংশে, অর্থাৎ একদম শুরুতে ‘হোয়াটস ইয়োর পিম্পল হ্যাক?’ প্রশ্নের উত্তরে তামান্না অকপটে বলেছেন, ‘পিম্পল হ্যাক? স্পিট...থুক।’
ছবি: ইউটিউব ভিডিও থেকে
৩ / ১০
ব্যাপারটা বিস্ময়কর নিঃসন্দেহে। তবে তামান্নার দাবি, এই পদ্ধতি তাঁর বেলায় দারুণ কাজে এসেছে।
ছবি: ইউটিউব ভিডিও থেকে
৪ / ১০
জার্নাল অব কসমেটিক ডারমাটোলজি প্রকাশিত এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, ব্রণের জন্য দায়ী জীবাণুর প্রভাব কমিয়ে দিতে পারে মানুষের লালা।
ছবি: ফ্রিপিক
৫ / ১০
তবে চর্মরোগবিশেষজ্ঞরা এখনো এ বিষয়ে একমত হতে পারেননি। অর্থাৎ তামান্না ভাটিয়ার মতো থুতু বা লালার সাহায্যে ব্রণ দূর করা বুদ্ধিমানের কাজ না–ও হতে পারে।
ছবি: পেক্সেলস
৬ / ১০
তামান্না ভাটিয়ার এই অবাক করা টোটকার কার্যকারিতা সম্পর্কে জানতে চেয়েছিলাম রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলমের কাছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
ডা. সিনথিয়া বলেন, ‘এটা ঠিক যে থুতু বা লালা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তবে ব্রণ বা পিম্পলের চিকিৎসায় লালা কার্যকর কোনো চিকিৎসা নয়। এটি ব্রণের চিকিৎসার কোনো স্বীকৃত পদ্ধতি নয়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া উজ্জ্বল ত্বকের জন্য দুটি ফেসমাস্ক ব্যবহারের কথাও জানিয়েছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
গোলাপজল, বেসন আর ঠান্ডা টক দই দিয়ে তৈরি করা ফেসমাস্ক চোখের নিচের অংশসহ পুরো মুখে মাখেন তিনি। শুকিয়ে যাওয়ার পর কুসুম গরম পানিতে ধুয়ে নেন। এটি তাঁর ত্বককে আর্দ্র রাখে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
এক চা–চামচ কফিগুঁড়া এবং এক চা–চামচ অর্গানিক মধু মিশিয়ে স্ক্রাব মাস্ক তৈরি করেন তামান্না। মুখে লাগানোর ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলেন। এভাবে ত্বকের মৃতকোষ দূর হয়। ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন