ইয়ামি গৌতম গরমে হলুদের এই ফেস মাস্কগুলো ব্যবহার করেন, আপনিও করতে পারেন
পাঞ্জাবের মেয়ে ইয়ামি গৌতম ছোটবেলায় হতে চেয়েছিলেন সরকারি কর্মকর্তা। কিন্তু বিশে এসে তাঁর জীবন বদলে যায় টিভি ধারাবাহিকে অভিনয় করে। তাতেই গড়েন ক্যারিয়ার। পরে সাফল্য পেয়েছেন চলচ্চিত্রেও। সেজন্য কেবল অভিনয়েই নয়, মনোযোগ দিতে হয় সুস্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতিও। বিশেষ করে গ্রীষ্মের গরমে। এ সময় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তিনি ঘরেই বানান ফেস মাস্ক। জেনে নিন ইয়ামির তেমনি পাঁচ ফেস মাস্কের কথা।
তথ্যসূত্র : জাগরন ইংলিশ