ইয়ামি গৌতম গরমে হলুদের এই ফেস মাস্কগুলো ব্যবহার করেন, আপনিও করতে পারেন

পাঞ্জাবের মেয়ে ইয়ামি গৌতম ছোটবেলায় হতে চেয়েছিলেন সরকারি কর্মকর্তা। কিন্তু বিশে এসে তাঁর জীবন বদলে যায় টিভি ধারাবাহিকে অভিনয় করে। তাতেই গড়েন ক্যারিয়ার। পরে সাফল্য পেয়েছেন চলচ্চিত্রেও। সেজন্য কেবল অভিনয়েই নয়, মনোযোগ দিতে হয় সুস্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতিও। বিশেষ করে গ্রীষ্মের গরমে। এ সময় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তিনি ঘরেই বানান ফেস মাস্ক। জেনে নিন ইয়ামির তেমনি পাঁচ ফেস মাস্কের কথা।

ত্বক সুন্দর রাখতে মুখে হলুদ মাখানোর বিকল্প নেই। শুধু হলুদ মাখতে না চাইলে সঙ্গে যোগ করুন এক টেবিল চামচ দই ও বেসন
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে
বেসন ত্বকে এক্সফোলিয়েন্টের কাজ করে। ত্বকের উপরিভাগ থেকে মৃত কোষ সরিয়ে ফেলে। সেজন্য হলুদের সঙ্গে বেসন মিশিয়ে মুখে দিয়ে ১০ মিনিট রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে
এ সময়ে সূর্যের প্রচণ্ড তেজে অনেকেরই ত্বক নিষ্প্রভ হয়ে যায়। বিশেষ করে অতিবেগুনি রশ্মির কারণে। প্রতিকারে কাঁচা দুধ হলুদের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে
গরমে অনেকেরই মুখের বিভিন্ন অংশে গাঢ় দাগ পড়ে। একে বলে হাইপারপিগমেন্টেশন। এর জন্য হলুদের সঙ্গে বেসন মিশিয়ে ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে
গরমে আবার অনেকের মুখে ছোট ছোট অসংখ্য ছিদ্রের মতো হয়। সেজন্য হলুদ, মধু ও চিনির মিশ্রণ বানাতে পারেন। এটা দিয়ে মুখ ধুলে ভালো ফল পাবেন। সেজন্য ব্যবহার করবেন ঠান্ডা পানি
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে
অনেকের আবার গরমে মুখে ব্রণের সমস্যা দেখা দেয়। তাঁরা ব্যবহার করতে পারেন মধু ও গুঁড়া হলুদের মিশ্রণ। মুখে মেখে রেখে দিন ১৫ মিনিট
ছবি: ইয়ামি গৌতমের ইন্সটাগ্রাম থেকে

তথ্যসূত্র : জাগরন ইংলিশ