৬৮–তেও যেভাবে তরুণ আছেন রেখা
এই একটি প্রশ্ন জীবনে অনেকবারই শুনেছেন রেখা। এই বয়সে এসেই কীভাবে নিজের তারুণ্য ধরে রেখেছেন? না, এটি কোনো রহস্য নয়, এই কথা বারবারই বলে এসেছেন বলিউড অভিনেত্রী। এবার ভক্তদের সামনে খোলাসা করলেন তাঁর এই তারুণ্যের রহস্য।
তরুণ মন
এই বলিউড ডিভা বললেন, মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত থাকা তাঁর তারুণ্যের একটি কারণ। রেখা কখনোই ভাবেন না যে তিনি বুড়িয়ে যাচ্ছেন।
ত্বকের যত্ন
ত্বকের যত্নে রেখা সব সময় আপসহীন। ক্লিনিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং তার দৈনন্দিন রুটিনের অংশ। মুখের মেকআপ পরিষ্কার না করে কখনোই ঘুমাতে যান না তিনি।
অ্যারোমাথেরাপি
ত্বকের অন্যান্য যত্নের পাশাপাশি রেখা বিভিন্ন অ্যারোমাথেরাপি নিয়ে থাকেন। ত্বকের আর্দ্রতা ও তেলের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল তাঁর নিত্যসঙ্গী।
দিঘল চুলের রহস্য
যেকোনো অনুষ্ঠানে রেখার পিঠে এলানো লম্বা, কালো চুল সবার নজর কাড়ে। চুলকে সতেজ ও সুন্দর রাখতে ঘরে তৈরি হেয়ারপ্যাক ব্যবহার করেন তিনি। আর এই প্যাকে থাকে মাত্র তিনটি উপাদান। টক দই, মধু ও ডিমের সাদা অংশ।
লাবণ্যময় ত্বকের যত্নে পানি
ত্বকের আর্দ্রতা ও লাবণ্য ধরে রাখতে প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি পান করেন রেখা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া