চুলে কেন চাল ধোয়া পানি দেন শেহতাজ

চুলের যত্নে বিশেষ এক ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন শেহতাজ
ছবি : নকশা

মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম চুলের পেছনে খুব বেশি একটা সময় ব্যয় করেন না। তবে তাঁর দীঘল কালো চুল দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন, এত ব্যস্ততার মধ্যে তাহলে শেহতাজের চুল এত সুন্দর থাকে কী করে? উত্তর মিলল এই অভিনেত্রীর কাছেই। জানালেন, প্রাকৃতিকভাবেই তাঁর চুল কিছুটা রুক্ষ। এ জন্য খুব বেশি শ্যাম্পু তিনি ব্যবহার করেন না। ‘চুল ধোয়ার জন্য বেশি শ্যাম্পু ব্যবহার করলে আমার চুল আরও রুক্ষ হয়ে যায়। তখন সামলানো বেশ কষ্টের হয়,’ বলছিলেন শেহতাজ।

যেদিন শ্যাম্পু করবেন, তার আগের রাতে চুলে দেন রোজমেরি তেল
ছবি : নকশা

নিজের চুল সামলানোর জন্য বিশেষ এক ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন শেহতাজ। এই যেমন চাল ভেজা পানির ব্যবহার। সারা রাত চাল (যেকোনো চাল হতে পারে) ভিজিয়ে রাখেন। পরদিন চুল ধোয়ার পর এই পানি ব্যবহার করেন। জানালেন, এই চাল ধোয়া পানি চুলকে মসৃণ করে। চাল যখন পানিতে ভেজান, তখন সঙ্গে মাল্টার খোসা ভিজিয়ে রাখেন। এতে করে পানিতে যে চালের গন্ধ থাকে, তা দূর হয়ে যায়।

চুল ধোয়ার জন্য ফোটানো পানি ব্যবহার করা ভালো
ছবি : নকশা

এ ছাড়া যেদিন শ্যাম্পু করবেন বলে ঠিক করেন, তার আগের রাতে চুলে রোজমেরি তেল দেন শেহতাজ। পাশাপাশি চুল ধোয়ার জন্য ফোটানো পানি বা মিনারেল পানি ব্যবহার করে থাকেন, জানালেন এই অভিনেত্রী। কারণ, কল বা শাওয়ারের পানিতে অনেক সময় ময়লা থাকে। যে কারণে এই পানিতে চুল পরিষ্কার করলে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়।

চাল ভেজা পানির ব্যবহারেই সুন্দর শেহতাজের চুল
ছবি : নকশা

যাঁদের চুল একটু বেশি রুক্ষ, তাঁদের জন্য কাজে লাগতে পারে শেহতাজের এ পরামর্শ। কখনোই তোয়ালে দিয়ে চুল মোছেন না এই অভিনেত্রী। পরিবর্তে চুল মোছার জন্য বেছে নেন ব্যবহৃত পাতলা কাপড় বা গামছা। এতে করে ধীরে ধীরে চুলের পানি শুকায়। ঘষে ঘষে তোয়ালে দিয়ে চুল মোছার কারণে চুল যেন আরও বেশি রুক্ষ হয়ে পড়ে, এ জন্যই এ ব্যবস্থা।