মেহেদীর আধুনিক, অভিজাত ১৫টি নকশা

১ / ১৫
হাতে মেহেদী পরার কি কোনো কারণ লাগে?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
আর কারণ থাকলে তো কোনো কথাই নেই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
আমাদের সংস্কৃতিতে নারীদের হাত রাঙাতে প্রয়োজন কেবল একটা ‘বাহানা’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
কয়েক বছর ধরেই ট্রেন্ডে আছে মেহেদীর মিনিমালিস্ট নকশা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
বিয়ের কনে ছাড়া আর কাউকেই হাত ভর্তি করে মেহেদী পরতে দেখা যায় না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
এমনকি বিয়ের অনেক কনেই মিনিমাল নকশা পছন্দ করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
মেহেদীতে ফুল–লতা–পাতার নকশা আগেও ছিল। তবে এখন পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিন্ট স্টাইলে ফুলেল নকশা বেশ চলছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
পানিপাতা আর ময়ূরের নকশা সব সময়ই প্রাসঙ্গিক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
তবে মেহেদীর নকশায় সবচেয়ে জনপ্রিয় হলো গোল ভরাট বা বৃত্ত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
আবারও ফুল–লতা–পাতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
জলছাপ নকশা হলো হাতে ছড়ানো–ছিটানো অল্প অল্প নকশা। এই নকশায় লতাপাতার কাজ থাকে বেশি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
আধুনিক পোশাকের সঙ্গে আংটি স্টাইলের নকশা কম বয়সীদের মধ্যে বেশ ট্রেন্ডি। সারা হাতে নয়, কেবল আঙুলে নকশাও তরুণীদের কাছে খুব জনপ্রিয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
অনেকে আবার কেবল একটি বা দুটি আঙুলে নকশা করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
গোল মান্ডালা নকশার চল থেকেই যাবে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
আধুনিক, মিনিমালিস্ট এসব নকশায় ফুটে ওঠে আভিজাত্য।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন