৬২ বছরেও সঙ্গীতা বিজলানির সৌন্দর্য ধরে রাখার মন্ত্র
১৯৮০ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন সঙ্গীতা বিজলানি। এখন বয়স হয়ে গেছে ৬২। কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখনো যেন ধরে রেখেছেন যৌবন। সুস্বাস্থ্য ও সৌন্দর্য—বশে রেখেছেন দুটোকেই। কীভাবে, তা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।