চুলে তেল দিতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?

চুলে তেল দেওয়ার চল সবারই আছে। এর কৌশলটাও মূলত পারিবারিকভাবে প্রাপ্ত। এর ফলে অনেকেরই হয় ভুল। দেখে নিন তেল দেওয়ায় এই ভুলগুলো আপনিও করেন কি না

আগে চুলের যত্ন নেওয়া মানেই ছিল তেল দেওয়া। সব বাড়িতে আর কিছু না থাকুক, নারকেল তেল থাকত এবং চুলে তেল দেওয়ার কাজটা প্রায় প্রতি বাড়িতেই বেশ আয়োজন করেই হতো। সকালে বা বিকেলের অবসর সময়ে রীতিমতো চুল বিছিয়ে একে অন্যের চুলে মাখিয়ে দিত তেল। এখন আর মানুষের জীবনে তেমন অবসর নেই। তবে চুলে তেল দেওয়ার চল কমবেশি আছে। এর কৌশলটাও মূলত পারিবারিকভাবে প্রাপ্ত। এর ফলে অনেকেরই হয় ভুল। দেখে নিন তেল দেওয়ায় এই ভুলগুলো আপনিও করেন কি না।

অতিরিক্ত তেল

কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। চুলে তেল দেওয়ার ক্ষেত্রেও কথাটা সত্য। অথচ আগে বেশির ভাগ মানুষেরই অভ্যাস ছিল চুলে চপচপে করে তেল দেওয়া। তাতে উল্টো ক্ষতি হয়। চুল পড়া ও খুশকি বাড়তে পারে। আবার চুল পরিষ্কার না করে তেল দিলে হতে পারে মাথার ত্বকে ইনফেকশন।

কী তেল মাথায় দিচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ
ছবি: পেক্সেলসডটকম

ঠিক তেল মাখছেন তো?

কী তেল মাথায় দিচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে নারকেল তেলকেই সাধারণভাবে সবচেয়ে ভালো বলা হয়, এতে আছে পর্যাপ্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট। মাথায় মেখে রেখে দিতে পারেন ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। রাতে মেখে ঘুমিয়ে সকালে উঠে ধুয়ে নিতে পারেন। এ ছাড়া চুল ও মাথার ত্বকের চরিত্রভেদে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ও সূর্যমুখীর তেল।

প্রতিদিন তেল দেওয়া

আমাদের মায়েরা তো পারলে প্রতিদিনই চুলে তেল দিতেন। এখনো অনেক মা প্রতিদিন বাচ্চাদের মাথায় তেল মেখে দেন। এটাও কিন্তু ব্যক্তি অনুযায়ী ভিন্ন হয়। আপনি কয় দিন পরপর তেল দেবেন, তা নির্ভর করবে আপনার চুলের ধরন, টেক্সচার, মাথার ত্বক ইত্যাদির ওপর। যেমন যাঁদের চুল শুষ্ক, তাঁদের ঘন ঘন তেল দিতে হবে। তৈলাক্ত চুলের অধিকারীদের তা দরকার নেই। আবার শীতকালেও চুল ভেঙে যাওয়া রোধে তেল দিতে হবে ঘন ঘন।

বেশি ম্যাসাজ করা

তেল দেওয়ার সময় অনেকেই কেবল মাথা ম্যাসাজই করেন। ভালো লাগে বলে অন্যরা সেটা উপভোগও করেন। কিন্তু উচিত হলো কয়েক মিনিট মাথার ত্বকে তেল মেখে চুলে মনোযোগ দেওয়া। খেয়াল রাখতে হবে, যেন পুরো চুলে তেল সমানভাবে দেওয়া হয়। বিশেষ করে চুলের শেষ মাথায়। কারণ, সেখানেই চুল ভাঙে। মাথার ত্বকে তেল মাখার সময় আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে বৃত্ত আঁকুন। তাতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে।

তেল দেওয়ার নির্দিষ্ট সময় পরে চুল ধুয়ে ফেলতে হয়
ছবি: পেক্সেলসডটকম

চুল ধোয়ার সঠিক নিয়ম

তেল দেওয়ার নির্দিষ্ট সময় পরে চুল ধুয়ে ফেলতে হয়। সে জন্য কোমল শ্যাম্পু ব্যবহার করুন। নইলে চুলের প্রাকৃতিক তেলও ধুয়ে যেতে পারে। ভালো করে ধুতে হবে যেন প্রয়োগ করা তেল পুরোপুরি ধুয়ে যায়। তারপর কন্ডিশনার ব্যবহার করুন। চুল মোটামুটি শুকিয়ে এলে সেরাম ব্যবহার করতে পারেন। তাতে চুল বাইরের ক্ষতিকর ও দূষিত উপাদান থেকে সুরক্ষিত থাকবে।

তথ্যসূত্র: ভোগ