ঈদের সাজে তিন বেলা

ঈদের দিন সকালে ভারী মেকআপ না করাই ভালো
ছবি : কবির হোসেন

গরম আভাস দিচ্ছে, ঈদের দিনেও থাকতে পারে এই আবহাওয়া। এ সময় ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। তাই বলে ঈদে কি সাজবেন না? অবশ্যই। এখন তো ঈদে বেলায় বেলায় চলে পোশাকবদল। সাজটাও তাই অনেকাংশেই কি পোশাক পরছেন, তার ওপর নির্ভর করবে। অর্থাৎ, দিনের বেলায় হালকা পোশাক পরলে সাজটা হালকা হওয়াই ভালো। বেলায় বেলায় পোশাকের সঙ্গে মিলিয়ে সাজে আনতে পারেন পরিবর্তন।

চোখে হালকা রঙের আইশ্যাডোর সঙ্গে হালকা মাসকারা ব্যবহার করতে পারেন
ছবি : কবির হোসেন

হালকা সাজে সকাল

হালকা ফাউন্ডেশন দিয়ে শুরু করতে পারেন সকালের সাজ। ত্বকের টোন বুঝে ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশন ব্যবহারের পর হালকা কন্টুরিং করে নিতে পারেন। এতে ত্বকে সতেজতা আসবে। এর ওপর পাউডার ও কনসিলারে ফিনিশিং। চোখে হালকা রঙের আইশ্যাডোর সঙ্গে হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। হালকা রঙের আইশ্যাডোর সঙ্গে ন্যুড লিপস্টিক ভালো দেখাবে। এ সময় শ্যাম্পু করা চুলগুলো ব্লো ডাই করে নিচে হালকা কার্ল করে নিতে পারেন।

লিপস্টিক গাঢ় রঙের হলে চোখে থাকুক হালকা সাজ
ছবি : কবির হোসেন

উৎসবের আবহে বিকেল

পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিকের ব্যবহার করতে পারেন এ সময়। লিপস্টিক গাঢ় রঙের হলে চোখে থাকুক হালকা সাজ। যেহেতু গরম, তাই মেকআপ করার আগে ত্বকে বরফ ঘষে নিন। মেকআপ গলে যাবে না।

ফিনিশিং স্প্রের ব্যবহারে দীর্ঘক্ষণ মেকআপ সতেজ থাকবে
ছবি : কবির হোসেন

পারলে মেকআপ শেষ ফিনিশিং স্প্রে ব্যবহার করুন। এতে করেও দীর্ঘক্ষণ মেকআপ সতেজ থাকবে। আর গরম আবহাওয়ায় ম্যাটজাতীয় প্রসাধনী ব্যবহার করুন।

রাতে সাজ ও পোশাকে থাকুক জমকালো আবহ
ছবি : কবির হোসেন

জমকালো সাজে রাত

উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে সবাই যেন ঈদের রাতের অপেক্ষায় থাকে। এ সময় সাজ ও পোশাক—দুটিই হওয়া চাই জমকালো। তবে এবার তো আবহাওয়া বেশ উত্তপ্ত। খুব বেশি ভারী মেকআপ না করাই ভালো।

চোখের নিচে ব্যবহার করতে পারেন গ্লিটার
ছবি : কবির হোসেন

একটু কৌশলে হালকা মেকআপেই আনতে পারেন উৎসবের আমেজ। চাইলে এ জন্য চোখের নিচে ব্যবহার করতে পারেন গ্লিটার। এই সময়ে ম্যাট লিপস্টিকই স্বস্তি দেবে। চুল টেনে বাঁধার চল এখন বেশ জনপ্রিয়। এভাবেই চুল (ছবির মতো) টেনে বেঁধে নিন। দেখুন হালকা মেকআপে আর টেনে বাঁধা চুলেই কেমন জমকালো লুক এসেছে।