নারকেল তেল খেয়ে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখেন রিয়া

কাজে ফিরেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে

বাঙালি পরিবারে জন্ম হলেও বেঙ্গালুরুতে বড় হয়েছেন রিয়া চক্রবর্তী। ২০১২ সালে বড় পর্দায় অভিষেক। তেলেগু ছবি দিয়ে শুরু করলেও পরে বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাজ থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন। এ বছর এমটিভি রোডিস উপস্থাপনা দিয়ে নিয়মিত কাজে ফিরেছেন। জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেন রিয়া।

প্রতিদিন নিয়ম করে ঘুমাতে যান রিয়া। ঘুম থেকে ওঠেনও ঘড়ি ধরে। এটা তাঁর ত্বক সুস্থ রাখতে সাহায্য করে
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে
মুখে ঘরে বানানো মাস্ক ব্যবহার করেন রিয়া। সে জন্য ব্যবহার করেন টক দই ও মধু। এর ফলে তাঁর ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে
নিয়মিত মুখে নারকেল তেল মাখেন রিয়া। এমনকি তা পানও করেন, যাতে নারকেল তেলের সব উপকার মেলে
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে
নিয়মিত শরীরচর্চা করেন রিয়া। তিনি বিশ্বাস করেন, এতে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। এর ফলে ত্বক ভালো থাকে
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে
রিয়া সব সময় বাসায় রান্না করা খাবার খান। তার মতে, আপনি কী খাচ্ছেন, তাঁর প্রতিফলন দেখা যায় আপনার ত্বকে
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে
সপ্তাহে একবার করে চুলের বিশেষ যত্ন নেন রিয়া। সে জন্য সমান অলিভ অয়েল ও বাদামের তেল নেন। সঙ্গে অর্ধেক পরিমাণ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে দেন
ছবি: রিয়া চক্রবর্তীর ফেসবুক থেকে

এগুলো মেনে আপনিও হতে পারেন রিয়ার মতো সুন্দর ত্বকের অধিকারী।

তথ্যসূত্র: জাগরণ ইংলিশ