অষ্টমীর বিকেলের সাজ

মেকওভার: আফরোজা পারভীন; পোশাক: অঞ্জন’স; মডেল: ওমর ও লিওনাছবি: খালেদ সরকার

অষ্টমী বিকেলের সাজ এমন হওয়া উচিত, যাতে রাত অবধি সুন্দর ও মনোমুগ্ধকর থাকে। প্রস্তুতি নিতে সুবিধা হবে বলেই জানিয়ে দেয়া হলো আগেভাগে।

মেকওভার: আফরোজা পারভীন; পোশাক: অঞ্জন’স; মডেল: লিওনা
ছবি: খালেদ সরকার

প্রথমেই মেকআপ প্রাইমার দিয়ে নিতে হবে। স্কিনে যেসব দাগ ও অমসৃণ স্কিন টোন আছে, সেগুলো ঢাকার জন্য কনসিলার খুব ভালো কাজ করবে। এরপর লিকুইড বেজ অ্যাপ্লাই করতে হবে। মুখের গড়ন অনুযায়ী কন্টুরিং খুব জরুরি। কন্টুরিং শেষ হলে আমরা ব্লাশন ব্যবহার করতে পারি পছন্দ অনুযায়ী।

এবার চলে আসি আই মেকআপে। চোখের সাজ আমরা একটু আকর্ষণীয় করে নিতে পারি। এমন হতে পারে—একটু কালারফুল। আকর্ষণীয় স্টাইলের চোখ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে। কন্টুরিং একটু অল্প করে করতে পারলে সেটিও অনেক সুন্দর হয়; সঙ্গে ফলস আইল্যাশ ব্যবহার করলে চোখ বড় দেখাবে। মাসকারা দিয়ে চোখের সাজ শেষ করতে হবে।

মেকওভার: আফরোজা পারভীন; পোশাক: অঞ্জন’স; মডেল: ওমর ও লিওনা
ছবি: খালেদ সরকার

আমরা চোখে গাঢ় রং ব্যবহার করলে অবশ্যই ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগাব। আর ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক লাগালে চোখের জন্য বেছে নেব হালকা টোন।

খেয়াল রাখতে হবে, এই সময়ে অবশ্যই পানি প্রতিরোধক প্রসাধনী ব্যবহার করতে হবে। না হলে সমস্যার সৃষ্টি হবে। নিম্নচাপের কারণে নিয়মিত বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও চড়া রোদের জন্য ঘামে মেকআপ নষ্ট হয়ে যাবে।

মেকওভার: আফরোজা পারভীন; পোশাক: অঞ্জন’স; মডেল: ওমর ও লিওনা
ছবি: খালেদ সরকার

আর এই সাজে চুল ছেড়ে রাখলেই ভালো লাগবে।

অন্যদিকে, ছেলেরা রং মিলিয়ে পাঞ্জাবি পরতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় হালকা করে পাউডার দিয়ে বের হলে বিকেলটা সতেজ লাগবে।