গরমেও কি ত্বকে তেল ব্যবহার করা যায়?

যাঁদের ত্বক শুষ্ক ও মিশ্র, তাঁরা যেকোনো তেল ত্বকে ব্যবহার করতে পারেন। মডেল: অন্তরা
ছবি: কবির হোসেন

ত্বকের যত্নে তেলের ব্যবহার বহুকালের। তেলের গুণাগুণ সম্পর্কে আঁচ করতে পেরেছিলেন রানি ক্লিওপেট্রাও। ত্বকের যত্নে তিনি অলিভ অয়েল ব্যবহার করতেন। ভেষজ গুণের জন্যই ত্বকের যত্নে তেল অনেক বেশি কার্যকর বলে মনে করেন হারবাল বিশেষজ্ঞরা। তবে গরমকালেও ত্বকের যত্নে কি তেলের ব্যবহার করা যায়? অনেকেই এ নিয়ে দ্বিধায় ভোগেন। তাঁদের জন্য রাহিমা সুলতানার পরামর্শ, যাঁদের ত্বক তৈলাক্ত, গরমের এ সময়টায় তেল ব্যবহারে তাঁদের একটু সচেতন থাকতে হবে। তাঁরা অ্যালোভেরা জেলের সঙ্গে এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, এতে ভালো কাজে দেবে। আর যাঁদের ত্বক শুষ্ক ও মিশ্র, তাঁরা যেকোনো তেল ত্বকে ব্যবহার করতে পারেন।

মুখের ত্বক ম্যাসাজের সময় অলিভ ব্যবহার করা যেতে পারে অনায়াসে। স্ক্রাবিংয়েও অলিভ অয়েল খুব কাজে দেয়। ত্বকের যত্নে যখন বিভিন্ন প্যাক ব্যবহার করবেন, তখন তার মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বকের মসৃণতা ফুটে উঠবে চটজলদি। ঘুমাতে যাওয়ার আগে হাতে–পায়ে অলিভ অয়েল কিংবা নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে যেমন ত্বক সুন্দর হয়, তেমনি ঘুমটাও হয় ঠিকঠাক।

ত্বকের যত্নে নারকেল তেলের জুড়ি নেই বললেন রাহিমা সুলতানা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক শুষ্কতার দিকে চলে যায়। তখন নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। অনেকেই আছেন, যাঁরা নিজের ত্বক যাচাই না করেই ত্বকের যত্ন নেন। এতে হিতে বিপরীত হয়। এ জন্য তেল ব্যবহারের আগে অবশ্যই নিজের ত্বক সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে।

অনেকেই ত্বকে ফুসকুড়ির সমস্যায় ভোগেন। তাঁদের জন্য নিমের তেল কার্যকর বলে জানান রাহিমা সুলতানা। নিমের তেল ত্বকের চুলকানি ভাবও দূর করে। তৈলাক্ত ত্বকের জন্য নিমের তেল বেশ ভালো। কিছুটা নাগালের বাইরে কিন্তু ভালো কাজ দেয়, এমন একটা তেলের কথা বললেন রাহিমা সুলতানা। আর তা হলো জাফরান তেল। এটা খুব অল্প পরিমাণে মুখে লাগালে খুব সহজে লাবণ্যময়ী হয়ে ওঠা যায়।