ত্বকের তারুণ্যে

ফাইল ছবিছবি: প্রথম আলো

ইদানীং আয়নার সামনে দাঁড়িয়ে চোখের নিচটা খুব খুঁটিয়ে দেখছেন, প্রাণখুলে হাসিতেও যেন বাধা পড়ছে। মনে হচ্ছে হাসতে গেলেই ঠোঁটের চারপাশ কুঁচকে উঠছে। চোখের নিচেও বয়সের আঁকিবুঁকি পড়ছে। বয়স বাড়তে থাকলে বলিরেখা পড়াটা স্বাভাবিক। তবে এ নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই।চেহারায় টান টান লাবণ্য ধরে রাখতে চাইলে অতএব যত্ন নিন সময় থাকতেই।

প্রয়োজন ত্বকের যত্ন তা সে মুখত্বক হোক বা হাত ও পায়ের
ছবি: প্রথম আলো

বয়স ত্রিশের আশপাশে গেলেই অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নেওয়া শুরু করা জরুরি। রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা মনে করেন, ত্বকে তারুণ্য ধরে রাখতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। এক্ষেত্রে সবার আগে আসবে নিয়ন্ত্রিত জীবনযাপনের। পরিমিত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, সময় মেনে চলা—এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে উঠুন। পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও চাই।

বারডেম জেনারেল হাসপাতালের চর্ম ও যৌনব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগম। তিনি বলেন, তৈলাক্ত ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে না এবং চেহারায় তারুণ্য বজায় থাকে। সাধারণত শুষ্ক ত্বকে বলিরেখা বেশি দেখা যায়। ত্বকের টান টান ভাব ধরে রাখে ত্বকের মাঝের স্তর বা ডার্মিসে থাকা কোলাজেন ও ইলাস্টিন তন্তু। কিন্তু সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি ত্বকের ডার্মিসে প্রবেশ করে এসব তন্তুকে ধ্বংস করে। ফলে ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। কাজেই চেহারায় তারুণ্য ধরে রাখতে হলে সূর্যরশ্মি থেকেও সুরক্ষা নিতে হবে।

যত্নআত্তি

বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খান। হারবাল চা পান করার অভ্যাস করুন। খাদ্যতালিকায় রাখুন প্রচুর শাকসবজি ও তাজা ফলমূল। এড়িয়ে চলুন জাঙ্ক ফুড। নিয়মিত শরীরচর্চা করুন। সারা দিনের ব্যস্ততার পর রাতে এবং ছুটির দিনগুলোতে একটু সময় বের করে ত্বকের যত্ন নিন। দেখবেন, চেহারায় তারুণ্য ফুটে উঠেছে।

ব্যায়াম জরুরি ত্বকস্থাস্থ্যের জন্য
ছবি: প্রথম আলো

ঘরোয়া প্যাক

গ্রিন টি মাস্ক, ১টি ডিম (ফেটিয়ে নেওয়া), বুনোফুলের মধু ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গ্রিন টি পাউডার ১ চা-চামচ, পাকা কলা। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে মুখে লাগাতে হবে। তারপর ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

ঘরেই বানিয়ে নেয়া যায় ত্বক পরিচর্যার সামগ্রী
ছবি: প্রথম আলো

ডিমের সাদা অংশে যে ভিটামিন বি এবং ভিটামিন ই আছে তা আপনার ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। লেবুর রসের অ্যাসিডিটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং বলিরেখা কমিয়ে তুলতে সাহায্য করবে। পাকা কলাও ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।

রাতে ঘুমানোর আগে ত্বকের যত্ন

রাতের ঘুমানোর আগে ত্বকের যত্ন নেয়া জরুরি
ছবি: প্রথম আলো

ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে নিতে ভুলবেন না। আর ক্লেনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালোভাবে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। পরে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে মুখে কয়েকবার ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করুন। টোনার আপনার মুখে ময়লা এবং তেল গোড়া থেকে তুলে দিতে সাহায্য করবে। বিশেষ করে কপাল এবং নাকের আশপাশের জায়গাগুলোকে বাদ দেবেন না। কারণ ওই সব জায়গায় তেল এবং ময়লা বেশি জমে থাকে। ত্বক শুষ্ক হলে টোনার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মুখে-গলায় অ্যান্টি-রিংকল ক্রিম ব্যবহার করতে হবে।

চোখে সবার আগে ভাঁজ বা বলিরেখা পড়ে। তাই প্রতিদিন রাতে আই জেল বা ক্রিম ব্যবহার করতে ভুলবেন না। বাজারে নানা ব্র্যান্ডের অ্যান্টি-রিংকল আই ক্রিম রয়েছে। প্রতিদিন রাতে আঙুলে নিয়ে আলতো করে চোখের চারপাশে মালিশ করতে হবে।

ত্বকের পুষ্টি

ফলের রস ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর
ছবি: প্রথম আলো

রাহিমা সুলতানা জানালেন, আমাদের শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট কমে যাওয়ার ফলে চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়তে শুরু করে। তবে যদি যথেষ্ট পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া হয় তাহলে বলিরেখা বা বয়সের ছাপ থেকে অনেকখানি রক্ষা পাওয়া যাবে।

প্রতিদিন ১ গ্লাস ফলের রস নিয়মিত

পান করলে বয়সের ছাপ আপনার থেকে দূরে থাকবে।

•সবুজ আপেল, লাল আঙুর বিচিসহ, পেয়ারা কলা আমলকী ইত্যাদি ফলের মধ্যে প্রতিদিন ১টি করে ফল খাওয়া উচিত।

•সবুজ শাকসবজি যেমন: ব্রকলি, ঢ্যাঁড়স, পুঁইশাক, লালশাক, গাজর, টমেটো ইত্যাদি।

•যাঁরা ওজন কমানোর ডায়েট করেন তাঁরা কার্বোহাইড্রেট অংশটা কমিয়ে প্রোটিনের পরিমাণ ঠিক রাখুন। তাহলে ত্বক ও চুলের ক্ষতি হবে না।

•মাছের তেলে নানা রকম ভিটামিন ও পুষ্টিকর উপাদান থাকে, যা আপনার ত্বককে তরুণ করে তুলতে সাহায্য করে।