রূপচর্চায় নতুন জোয়ার

প্রলয়ংকরী বন্যার পর যেমন তা ভূমিতে উর্বর পলিমাটি রেখে যায়, তেমনি এই মহামারির দুঃসময় আমাদের যা কিছু ভালো জিনিস উপহার দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জীবনের জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো অনুধাবন করা। এখন সারা বিশ্বেই মানুষ নিজেকে ভালো রাখার সব রকম চেষ্টা করছে প্রাণপণে। নিজের সুস্থ, সুন্দর জীবনের মূল্যটাই যে সবচেয়ে বেশি, করোনার প্রভাব দেখে তা আর বুঝতে বাকি নেই আমাদের। নিজের স্বাস্থ্যের যত্নের এক অপরিহার্য অংশ হচ্ছে ত্বক ও চুলের যত্ন নেওয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের মানুষ এখন অভিনব সব উপায় অবলম্বন করে নতুন আঙ্গিকে দেখছে রূপচর্চার এই পুরো ব্যাপারকে।

ত্বকের বিশেষ যত্ন

পর্যাপ্ত ব্যায়ামও এখন রূপচর্চার অংশ
ছবি: প্রথম আলো

করোনার আক্রমণ থেকে সেরে ওঠার যুদ্ধে অনেকেই মুখোমুখি হচ্ছেন ত্বক আর চুলের নানা সমস্যায়। চুল পড়ে যাওয়া, ত্বকের ব্রণ, অ্যালার্জি, র‍্যাশ, একনে (Acne), দাগ পড়ে যাওয়া এমন হাজারো সমস্যা নিয়ে আমরা ভুগছি করোনা পরবর্তী সময়ে। যাঁরা করোনায় আক্রান্ত হননি, তাঁরাও মহামারিজনিত দুশ্চিন্তা, বিষাদ, প্যানিক অ্যাটাক এবং বিভিন্ন মানসিক চাপের মুখে পড়ে ত্বক আর চুলের ব্যাপারে অনেক সমস্যায় পড়ছেন। রূপ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট এবং কেশ বিশেষজ্ঞদের শরণাপন্ন হচ্ছি আমরা সবাই। বিভিন্ন ওষুধপত্র লাগানো ও গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপনই সুস্থ, নীরোগ ত্বক ও চুলের চাবিকাঠি, এমনটাই মতামত দিচ্ছেন বেশির ভাগ বিশেষজ্ঞ। সঠিক ঘুম, খাদ্য, পানি এবং সেই সঙ্গে পরিপাকতন্ত্রের যত্ন নেওয়া, প্রয়োজনে বিভিন্ন ভিটামিন ও সাপ্লিমেন্ট নেওয়া, পর্যাপ্ত ব্যায়াম করা এসবই এখন রূপচর্চার অংশ।

হাতের যত্নে বিভিন্ন প্রসাধনী

সারা দিনে এতবার সাবান দিয়ে হাত ধোয়ার পর হাতের স্বাভাবিক আর্দ্রতা ও কমনীয়তা একেবারেই হুমকির সম্মুখীন হয়। তাই যেকোনো সময়ের চেয়ে হাতের যত্নে বিভিন্ন ক্রিম, ময়েশ্চারাইজার, লোশন ইত্যাদির চাহিদা এখন সবচেয়ে বেশি। সৌন্দর্যসচেতন অনেকেই সাপ্তাহিক মেনিকিউরকে অবশ্যকর্তব্য মনে করছেন। সারা রাত হাতে পরে শোয়ার জন্য বিশেষ প্রসাধনীযুক্ত দস্তানাও পাওয়া যাচ্ছে এখন, যা সারা দিনের যুদ্ধবিধ্বস্ত হাতকে করে তুলবে সজীব ও সুন্দর।

সারা দিনে এতবার সাবান দিয়ে হাত ধুতে হয় যে হাতের স্বাভাবিকতা থাকে না
ছবি: পাভেল ড্যানিলুক, পেকজেলস ডট কম

ত্বকের উপকারী ব্যাকটেরিয়া রক্ষা করা

ত্বকের মাইক্রোবায়োম বা উপকারী অণুজীব বর্গের ভূমিকা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে আজকাল। আর সব গবেষণাতেই প্রোবায়োটিকস ও প্রিবায়োটিক প্রসাধনীর অবাক করা সুফলের খবর পাওয়া গেছে। প্রোবায়োটিকস ফেশিয়াল কিট, ক্রিম বা লোশনগুলোয় যেমন উপকারী ব্যাকটেরিয়া যোগ করা থাকে, প্রিবায়োটিক ইমালশন, মাস্ক ও ক্রিমে থাকে ত্বকের ভালো ব্যাকটেরিয়াকে উজ্জীবিত রাখার উপাদান।

চেহারার দৃশ্যমান অংশের যত্ন

এখন চোখের অভিব্যক্তি, চোখের সাজে এসেছে নতুন মাত্রা
ছবি: কটনব্রো, পেকজেলস ডট কম

মুখমণ্ডলের এক-তৃতীয়াংশ মাস্কের বাইরে থাকে বলে এই অংশের রূপচর্চায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী বিশেষ মনোযোগ। মুখ ও ঠোঁট মাস্কে ঢাকা থাকে বলে এখন চোখের অভিব্যক্তি, চোখের সাজে এসেছে নতুন মাত্রা। নাটকীয় এবং ফিরে তাকানোর মতো বর্ণাঢ্য আই মেকআপ এখন যেকোনো অনুষ্ঠানে সবার পছন্দ। কালচে ধোঁয়াচ্ছন্ন স্মোকি আইজের ট্রেন্ড এখন অতীতের গল্প। সোনালি, রুপালি, তামাটে ইত্যাদি ধাতব শেড পোশাকের সঙ্গে মিলিয়ে বা একেবারে বিপ্রতীপ কোনো চোখে লাগা রং ও ফ্লুরোসেন্ট শেডে চোখ সাজিয়ে বিয়েবাড়ি, ফাংশন বা করপোরেট পার্টিতে যোগ দিচ্ছেন সবাই। ফ্যাশন কন্টাক্ট লেন্স এবং নকল আইল্যাশ বা চোখের পাপড়িতে আসছে নানা বৈচিত্র্য। আমাদের উপমহাদেশের সাজগোজের অন্যতম প্রধান অনুষঙ্গ টিপের ফ্যাশনেও এই নিরিখে এসেছে নতুন জোয়ার। সেই সঙ্গে চোখ, ভ্রু, চোখের পাতা, চোখের পাপড়ি ও চোখের নিচের অংশের যত্ন নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। এর জন্য সারা বিশ্বেই বিপণন ও ব্যবহৃত হচ্ছে অগণিত ক্রিম, লোশন, টোনার ও সিরাম। আবার মাস্ক পরেই চোখের আশপাশে ফেশিয়াল করতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন রূপচর্চাকেন্দ্রগুলোর।

ভিডিওবান্ধব ও ন্যূনতম মেকআপ

এখন এ দেশে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে এলেও বিশ্বব্যাপী করোনার অবস্থা ওঠানামা করছে। কোনো কোনো দেশে লকডাউনও দেওয়া হচ্ছে প্রয়োজনমতো। তাই ভিডিও কলে আড্ডা, জুম ইন্টারভিউ, ভিডিও কনফারেন্স, অনলাইন মিটিং, অনলাইন ক্লাস এগুলো সহসা বিদায় নিচ্ছে না আমাদের জীবন থেকে। অনেক পুরস্কার বিতরণী বা সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। তবে ব্যাপার হলো, ভিডিও কলে বাড়িতে বসে চড়া মেকআপে দেখা দিলে আসলে তা খুব মানানসই মনে হয় না। আবার এ দিকে ভিডিও কলে নিজের সম্পূর্ণ মুখমণ্ডল খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় বলে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার আগ্রহটাও সবার মধ্যে অনেক বেশি। এখন মেকআপে এসেছে ‘ন্যূনতম’ ধারণা। অর্থাৎ যেটুকু না হলেই নয়, সেটুকু দিয়েই এখন মেকআপ করা হচ্ছে।

ভিডিও কলের জন্য বাড়িতে বসে চড়া মেকআপে কেউ থাকতে চায় না
ছবি: জুলিয়া এম ক্যামেরন, পেকজেলস ডট কম

শিশিরভেজা বা সদ্যস্নাত ত্বকের অনুভূতি দেওয়া ‘ডিউ মেকআপ’ এখন খুব জনপ্রিয় একটি ধারণা। সেই সঙ্গে নিজের ত্বকই সেরা, এই মনোভাবের জয়গান গায় ‘ওয়্যার ইয়োর ওন স্কিন’ স্লোগান। মেকআপ বা কন্সিলার এখন ব্যবহার করা হচ্ছে নিজের ত্বককেই আরও সুন্দর ও সুস্থ রূপ দিতে। কন্টোরিং করে ভারী ফাউন্ডেশন মেখে পুতুল পুতুল ভাবের মেকআপের দিন শেষ হয়ে আসছে এখন। এমনকি স্কিন কেয়ার প্রোডাক্টও যত কম ব্যবহার করা যায় ততই ভালো, এমনটাই মত দিচ্ছেন অনেক ত্বক বিশেষজ্ঞ। সাম্প্রতিককালে, স্কিন ফাস্টিং বা ত্বকের উপবাস নামে এক বিশেষ থেরাপির উদ্ভব হয়েছে, যেখানে অন্তত এক সপ্তাহ ধরে পানি ছাড়া অন্য যেকোনো প্রসাধনী ব্যবহার না করে ত্বকের বিশুদ্ধকরণের কথা বলা হচ্ছে।

মাস্কের ভেতরের অংশের বিশেষ যত্ন

বিভিন্ন হারবাল সামগ্রী এখন পাওয়া যাচ্ছে মাস্কের ভেতরের ত্বকের যত্ন নিতে
ছবি: মাতিলদা ওয়ার্মউড, পেকজেলস ডট কম

দিনের লম্বা সময় অফিসে বা কর্মক্ষেত্রে যাঁদের মাস্ক পরে থাকতে হয়, তাদের অনেকেই ত্বকের সমস্যায় ভোগেন। তাপে র‍্যাশ উঠে যাওয়া, ব্রণ বা একনে হওয়া, ঠোঁটের ত্বক বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়েছে। এ ছাড়া করোনার সম্মুখসমরে অংশ নেওয়া ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্কের ঘর্ষণে ও চাপে মুখমণ্ডলের ত্বকে অত্যন্ত কষ্টদায়ক অবস্থা হয়ে যায়। তাই মুখের ও ঠোঁটের সঠিক যত্নে বিভিন্ন ক্রিম ও অয়েন্টমেন্ট বা উপশমকারী জেলের ব্যবহার এখন সময়ের দাবি। বিভিন্ন বিখ্যাত ফার্মাসিউটিক্যালস ও প্রসাধনী কোম্পানির প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন হারবাল সামগ্রী এখন পাওয়া যাচ্ছে মাস্কের ভেতরের ত্বকের যত্ন নিতে।

চুলের স্টাইলে অভিনবত্ব

বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড ব্যবহার হচ্ছে এখন
ছবি: স্কাইলার কাঙ, পেকজেলস ডট কম

লিপস্টিকটিও দিয়ে শান্তি নেই আজকাল মাস্ক পরতে হয় বলে। তাই সাজগোজপ্রেমী অনেকেই ঝুঁকছেন অভিনব সব হেয়ারস্টাইলের দিকে। চোখে পড়ার মতো চুলের কাটের পাশাপাশি চুলে বিভিন্ন রঙের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে চুলের বিভিন্ন এক্সেসরিজ, আকর্ষণীয় সব ক্লিপ, হেয়ার ব্যান্ড, বো ইত্যাদির ব্যবহার করছেন অনেকেই। যাঁরা হিজাব পরেন, তাঁরা স্কার্ফ ও হিজাবে আনছেন নতুন নতুন স্টাইল, সঙ্গে পরছেন অভিনব সব হেয়ার পিন ও ব্রুচ।

সুন্দরের জয়জয়কার একটি সর্বজনীন ব্যাপার। সবাই–ই চায় নিজেকে সব সময় সুন্দরভাবে উপস্থাপন করতে। চির পরিবর্তনশীল ফ্যাশনের সঙ্গে নিজস্ব স্টাইল ও জীবনধারার সঠিক উপযোগ ঘটিয়ে রূপচর্চা করতে পারলে তবেই আমরা সব সময় ভেতরের সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে উঠতে পারব বাহির থেকেও।