ষষ্ঠীসন্ধ্যার সাজ

আফরোজা পারভীনের মেকওভারে, ক্লাব হাউসের পোশাকে ষষ্ঠীসন্ধ্যার সাজে লিওনাছবি: খালেদ সরকার

ঢাকে বাড়ি পড়েছে। শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সাজতে হবেই এই উৎসবে। বাইরে যাওয়া হোক বা না হোক। ২২ অক্টোবর ষষ্ঠী। এদিনের সন্ধ্যায় কেমন হবে সাজ, থাকল সে পরামর্শ।

মেকওভার: আফরোজা পারভীন, পোশাক: ক্লাব হাউস, মডেল: লিওনা
ছবি: খালেদ সরকার

পূজামণ্ডপগুলোতে ঘুরতে যাওয়ার যে আনন্দ, তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সাজে। কতটা ভালোলাগা কাজ করছে, সেটির পরিমাপ হচ্ছে তার বাহ্যিক সাজসজ্জা পোশাক-আশাক। ষষ্ঠীতে বের হওয়ার সময় যে সাজটি আপনি করতে পারেন তা হলো, আপনার ত্বকে যেসব দাগ আছে, ব্রণ আছে বা অস্বাভাবিক স্কিন টোন আছে, সেগুলোকে কনসিলার দিয়ে ঢেকে নিতে পারেন। তাহলে আপনার সৌন্দর্যকে  দারুণভাবে এনহ্যান্স করতে সাহায্য করবে। এরপর আপনি কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন। এবার আপনি ব্লাশন, লাইট কন্টুরিং, লাইট কালার লিপস্টিক এবং হাইলাইটার দিয়ে ফিনিশিং করে ফেলতে পারেন।

এবার আসা যাক চোখের সাজে। এ ক্ষেত্রে আমি বলতে চাই, অনেক কিছু না করে একটু হালকা মিষ্টি কালার টোন রেখে লাইট কন্টুরিং করে একটা আইল্যাশ এক্সটেনশন লাগিয়ে নিতে পারেন; চাইলে আইলাইনার এঁকে নিতে পারেন; নাহলে সমস্যা নেই। আইলাইনার ছাড়াও দেখতে সুন্দর লাগবে।

এবার চুল। চুলের সাজ যত ইন্টারেস্টিং হবে, তত ভালো লাগবে। আমরা এখানে ভি সেপ করে মিডল থেকে টাইট করে ফ্রেঞ্চ বেণি করে নিতে পারি; দুই পাশ থেকে দুটি টুইস্ট করে নিতে পারি, তারপরে আবার দুটি ফ্রেঞ্চ বেণি ফিট করে নিতে পারি। বাকি চুলগুলো ছেড়ে রাখতে পারি। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে।

মেকওভার: আফরোজা পারভীন, পোশাক: ক্লাব হাউস, মডেল: লিওনা
ছবি: খালেদ সরকার

আমার মতো করে পরামর্শ দেওয়ার চেষ্টা করা হলো। ষষ্ঠীতে আপনি এই সাজ অনুসরণ করতে পারেন। আবার সাজুতে পারেন নিজের মতো করেও। শুধু সাজে আনুন একটু ব্যতিক্রমী কিছু।

পূজার এই কদিন থাকছে পরামর্শ, আশা করছি আমাদের এই পূজার সাজনির্দেশিকা আপনাদের সাজে সহায়ক হবে।

লেখক: সৌন্দর্য বিশেষজ্ঞ