হালকা সাজে সপ্তমীর সারা দিন

মেকওভার: আফরোজা পারভীন, অলংকরণ আরাফাত করিম, পোশাক: সেইলর, মডেল: আনিলাছবি: খালেদ সরকার


সকাল থেকে সারা দিন বাইরে থাকতে চাইলে যত সাধারণ সাজসজ্জায় যাওয়া যায়, তত ভালো। সে ক্ষেত্রে আমরা সপ্তমীতে এমন একটি লুক বেছে নেব, যেটা আপনাকে দিনভর আরাম দেবে। আবার পাওয়া যাবে অন্যের প্রশংসা।

মেকওভার: আফরোজা পারভীন, পোশাক: সেইলর, মডেল: ওমর ও আনিলা
ছবি: খালেদ সরকার

প্রথমে প্রাইমার ব্যবহার করতে হবে, এরপর আমরা কনসিলার হালকাভাবে ত্বকে বসাব, এরপর আমরা হালকা করে লিকুইড বেইজ লাগাব। তারপর কমপ্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। যদি হালকা করে ফেস কন্টুরিং করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর হালকা রঙের ব্লাশন দেওয়া হবে। এখন আসি চোখের সাজে।

চোখের সাজ কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে আমরা গোল্ডেন করে নিতে পারি। আবার আপনিও আপনার পছন্দমতো একটি টোন বেছে নিতে পারেন। হাই কন্টুরিংয়ে পোশাকের রং বসিয়ে দিতে পারি হালকাভাবে। আই লিডে আপনার পছন্দসই গোল্ড বা লাইট টোনের কোনো শ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের লাইনার একটু টেনে নিতে পারেন এবং আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করে দেখতে পারেন, তাতে দেখতে ভালো লাগবে। মাসকারা দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে আইল্যাশগুলো।

মেকওভার: আফরোজা পারভীন, পোশাক: সেইলর, মডেল: আনিলা
ছবি: খালেদ সরকার

এবার আমরা লিপস্টিকের ব্যাপারে আসি। লিপস্টিক চাইলে ড্রেসের রঙের সঙ্গে ম্যাচ করে নিতে পারেন; নতুবা যেকোনো হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। হাইলাইটার দিয়ে হালকা করে হাইলাইট করে নিতে পারেন।

পুরো চুলকে টং মেশিন দিয়ে পেঁচিয়ে ঢেউ খেলানো করে নিতে পারেন। লম্বা সময়ের জন্য এটা দেখতে ভালো লাগবে। মনে রাখতে হবে, এরই মধ্যে ঢেউ ব্যাপারটি যদি থাকে সেটি আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে।

মেকওভার: আফরোজা পারভীন, পোশাক: সেইলর, মডেল: ওমর ও আনিলা
ছবি: খালেদ সরকার

আবার বাড়ির ছেলেদেরও তো কীভাবে সপ্তমীতে তৈরি হতে হবে—এই বিষয়ও সে জন্য বিবেচনায় রাখা দরকার। এ ক্ষেত্রে সুন্দর করে চুল সেট করে নিতে হবে, ফ্রেশ করে একটি লুক এবং আরামদায়ক কাপড়—সব মিলিয়ে এনে দেবে প্রশান্তি এবং উৎসবের পুরোপুরি আমেজ।