অনেকের সাবান অল্পতেই গলে যায়। বাথরুমের সাবানে তরল অনেক ধরনের উপাদানই থাকে বেশি। তাই আর্দ্রতা ও উষ্ণতা পেলে সাবান গলতে শুরু করে। তাই হাতে তৈরি হোক বা বাজার থেকে কেনা—সব ধরনের সাবান দীর্ঘ সময় ব্যবহারের প্রথম শর্ত পানি থেকে দূরে রাখা। আছে আরও কিছু নিয়ম, যেসব মানলে সাবান অল্পতেই গলবে না।