কার্টুনিস্ট শিখা আর নেই

শাহানারা নার্গিস শিখা (১৯৭৯–২০২৩)
ছবি: সংগৃহীত

প্রখ্যাত কার্টুনিস্ট শাহানারা নার্গিস শিখা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ঢাকার আহ্‌ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিখার বয়স হয়েছিল ৪৪ বছর।

স্ট্রোক-পরবর্তী জটিলতার কারণে ১৮ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ মে স্থানান্তর করা হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাদ আসর জানাজা শেষে ঢাকার রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী শিখা কার্টুন আঁকতে শুরু করেন ছাত্রাবস্থায়।

রস‍+আলোতে প্রকাশিত শিখার একটি কার্টুন
ছবি: সংগৃহীত

মাসিক রম্য পত্রিকা উন্মাদ, প্রথম আলোর ক্রোড়পত্র ‘গোল্লাছুট’ ও ‘রস+আলো’ এবং মাসিক কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে কার্টুন এঁকেছেন দীর্ঘদিন।

মাসিক রম্য পত্রিকা ‘উন্মাদ’–এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে নিজের আঁকা কার্টুনের সামনে শিখা
ছবি: সংগৃহীত

নামী প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব থাকলেও শুধু কার্টুন আঁকবেন বলে শিখা কোথাও যোগ দেননি।

শিখার আঁকা শিশুতোষ বইয়ের একটি অলংকরণ
ছবি: সংগৃহীত

কার্টুনের প্রতি নিবেদিতপ্রাণ এই শিল্পী মৃত্যুর আগপর্যন্ত কাজ করে গেছেন পেশাদার কার্টুনিস্ট হিসেবেই।