আবার শুরু হয়েছে ভর্তা প্রতিযোগিতা
২০১৭ সালে জাতীয় পর্যায়ে যৌথভাবে প্রথমবারের মতো ভর্তা প্রতিযোগিতার আয়োজন করে এসিআই পিওর সরিষার তেল ও আনন্দ আলো। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ‘এসিআই পিওর সরিষার তেল–আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা’র চতুর্থ পর্ব। সারা দেশের নারী-পুরুষ যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যেকোনো উপকরণ দিয়ে সরিষার তেলে বানানো ভর্তা এ প্রতিযোগিতার জন্য গ্রহণ করা হবে।
প্রাথমিক রাউন্ডে সর্বোচ্চ তিনটি ভর্তার রেসিপি পাঠাতে পারবেন একজন প্রতিযোগী। প্রাথমিক রাউন্ডে ভর্তা পাঠানোর শেষ তারিখ ১০ জানুয়ারি। ফেসবুকে fb/ACIPureFoods ঠিকানায় ইনবক্সে রেসিপি পাঠানো যাবে।
এ উপলক্ষে গত ২৬ ডিসেম্বর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, এসিআই ফুড অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, এসিআই ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মো. তৌহিদুল খানসহ দেশবরেণ্য কয়েকজন রন্ধনশিল্পী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ ছাড়া এসিআই ফুড অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস ও আনন্দ আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।