পরিবেশবান্ধব উদ্যোক্তাদের জন্য সুযোগ

ক্লাইমেট এক্সপো ২০২৩ নামে একটি মেলার আয়োজন করেছে দ্য আর্থ সোসাইটি। অলাভজনক সংস্থাটি বলছে, পরিবেশসংক্রান্ত উদ্যোক্তাদের ‘আইডিয়া’ উপস্থাপনের সুযোগ করে দিতেই এ আয়োজন। আইডিয়া উপস্থাপন ছাড়া পরিবেশ খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি পেশাজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে এই মেলায়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৩ (জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি উদ্যোগ গ্রহণ) অর্জনের ক্ষেত্রে যাঁরা ভূমিকা রাখছেন, তাঁদের নিয়েই এই মেলা। উদ্যোক্তারা তাঁদের তৈরি টেকসই পণ্য, সেবা বা উদ্ভাবন তুলে ধরার সুযোগ পাবেন। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে উদ্ভাবক, উদ্যোক্তা বা পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান নিবন্ধনের মাধ্যমে মেলায় অংশ নিতে পারবেন। কর্মশালা, আলোচনা অনুষ্ঠানসহ নানা আয়োজনও থাকবে।

গুলশান সোসাইটি পার্কে আগামী ২৫ ফেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে। নিবন্ধন করতে চাইলে ক্লিক করুন এখানে