বিশ্বব্যাংকের আইডিয়াবাজ চ্যাম্পিয়নশিপ: প্রথম পুরস্কার ১ লাখ টাকা
কীভাবে দেশের পরিবেশ–সংক্রান্ত চ্যালেঞ্জগুলো বুদ্ধিদীপ্ত উপায়ে মোকাবিলা করা যায়—এই হলো প্রতিযোগিতার বিষয়। ‘আইডিয়াবাজ চ্যাম্পিয়নশিপ’ শিরোনামে সমস্যা সমাধানের এ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্বব্যাংক। শিক্ষার্থীদের এ প্রতিযোগিতা সম্পর্কে জানাতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়েছে বিশ্বব্যাংক। তিনজনের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের ভাবনা উপস্থাপন করতে হবে। সঙ্গে থাকতে হবে একটি তিন মিনিটের অডিও-ভিজ্যুয়াল। আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ী তিনটি দল পাবে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ই–মেইল করতে হবে এই ঠিকানায়: [email protected]
বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।