মারি কোহিনূর নোর্ডবার্গ—নামটা কি চেনা চেনা লাগছে? নরওয়ের বিখ্যাত সংগীতশিল্পী। বাংলাদেশে এসেছিলেন মায়ের খোঁজে। কোহিনূরের বয়স যখন তিন বছর, তখন মাদার তেরেসার আশ্রম থেকে তাঁকে দত্তক নিয়েছিলেন নরওয়ের এক দম্পতি। একাত্তরের যুদ্ধশিশু কোহিনূর এখন সে দেশে তুমুল জনপ্রিয়। এমন অনেক যুদ্ধশিশু আছে, পৃথিবীর নানা দেশে যারা দত্তক হিসেবে বেড়ে উঠছে।
কেবল যুদ্ধ নয়, পরিবারের ভাঙন, মা–বাবার মৃত্যুসহ বিভিন্ন কারণেই অনাথ হয় অনেক শিশু। অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভবিষ্যৎ জীবন। সুন্দর পৃথিবীটা তাদের জন্য হয়ে ওঠে বিভীষিকাময়। তখন হৃদয়বান কিছু মানুষ এগিয়ে আসেন। এমন অনাথ কোনো সন্তানের দায়িত্ব নেন। সন্তানস্নেহে তাদের লালনপালন করেন। ঘোর অনিশ্চয়তা থেকে বেরিয়ে এসে সুন্দর জীবন খুঁজে পায় অভিভাবক হারানো অসহায় মানবশিশু।
বলিউড তারকা সুস্মিতা সেনের দত্তক মেয়ে আলিশার কথায় ব্যাপারটা স্পষ্ট বোঝা যায়। তিনি একবার বলেছিলেন, ‘দত্তক নেওয়া মানে, বাঁচার অধিকার দেওয়া।’
‘বাঁচার অধিকার দেওয়া’ তো বটেই, কিন্তু বিষয়টি এর চেয়েও মহৎ কিছু। দত্তক হিসেবে বড় হওয়া কিছু বিখ্যাত মানুষের নাম শুনলেই বুঝতে পারবেন, কেবল মামুলি বেঁচে থাকা নয়, সেই বেঁচে থাকাকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছেন তাঁরা! ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। তাঁকে দত্তক নিয়েছিলেন জোগিন্টাবা ডালিন্ডেবো। তথ্যপ্রযুক্তি খাতের অবিসংবাদিত নাম স্টিভ জবস—দত্তক সন্তান হিসেবে বড় হয়েছিলেন পল ও লারা জবস দম্পতির কাছে। হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোকে দত্তক নিয়েছিল এক পরিবার। এমন অনেক নামই বলা যায়।
আবার অনেক বিখ্যাত তারকা আছেন, যাঁরা এক বা একাধিক সন্তান প্রতিপালন করছেন দত্তক হিসেবে। সুস্মিতা সেনের কথা আগেই বলা হয়েছে। দিশানী চক্রবর্তীকে দত্তক নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। চার চারটি দত্তক সন্তান রয়েছে মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনার। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির দত্তক নেওয়া সন্তান রয়েছে তিনজন।
আজ ১৮ নভেম্বর, দত্তক দিবস। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই দিবস চালু হয়। অবশ্য পুরো নভেম্বর মাসকেই দত্তক মাস হিসেবে পালন করা হয়। আপনার আশপাশেই কত অনাথ-অসহায় শিশু আছে। দেশের প্রচলিত আইন মেনে একটি বা একাধিক শিশুর দায়িত্ব নিন। আপনার সন্তানস্নেহে বড় হয়ে উঠুক তারা। পৃথিবী আলোকিত করে বেঁচে থাকুক।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে